ফিঙ্গারপ্রিন্ট তিন ধরনের হয়।
১।loop
২।whorl
৩।arch
বেশিরভাগ লোকের থাকে লুপ(৭০%), whorl থাকে প্রায় ২৫% লোকের আর arch থাকে ৫% লোকের।লুপকে আবার দুই ভাগে ভাগ করা যায়।সিংগেল লুপ এবং ডাবল লুপ।
ফিঙ্গারপ্রিন্টের মাঝখানের অংশকে বলা হয় কোর।কোরটি ভাল করে দেখলে দেখা যায় এটি লুপ আকৃতি ধারণ করেছে। Figure 1 এ ডেল্টা এক টি দেখানো হয়েছে।ডেল্টা দুটিও হতে পারে দুপাশে।
Whorl এর কোর দেখুন গোলাকার।এক টা সারকেল এর উপরে আর এক টা সারকেল ।ডেল্টা এখানে দুটি।বৃত্তাকার pattern.
Arch টা ভালো করে খেয়াল করে দেখুন একদম সরল রেখার মত একটু বেকে গিয়ে পাহাড়ের মত আকার ধারণ করেছে।Delta নাই।
আপনি আপনার ফিংগার ইঙ্ক প্যাড এ ঠেসে একটি সাদা কাগজে ইমেজ তৈরি করুন আর দেখুন আপনার টা কোন টাইপের।তুলনা করার জন্য্ অন্য আরেকজনের টা নিয়ে তুলনা করুন।ম্যাগনিফাইং গ্লাস ইউজ করতে পারেন ভাল করে দেখার জন্য।



Time in Dhaka
Time in Rome 