শহীদ আব্দুল জব্বার

নাম: মো: আব্দুল জব্বার
সাংগঠনিক মান: কর্মী
শহীদ হওয়ার তারিখ : ২৮ ডিসেম্বর ১৯৮২
পিতার নাম: মো: জমির উদ্দিন
সর্বশেষ পড়াশুনা: রসায়ন বিভাগ ২য় বর্ষ।
জীবনের লক্ষ্য: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া।
আহত হওয়ার স্থান: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সমজিদের অজুখানা।
অস্ত্রের ধরন: ছোরা, ইট, হকিস্টিক, রড।
কাদের আঘাতে শহীদ: ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ(ক-চু), ছাত্রলীগ (মু-হা), ছাত্রমৈত্রী।
শহীদ হওয়ার স্থান: নিজ রাড়িতে।
স'য়ী ঠিকানা: গ্রাম: চকময়রাম, ডাক: ধামইর হাট, থানা: ধামইর হাট, জেলা: নওগাঁ।
ভাইবোন : ৬ জন।
ভাই-বোনদের মাঝে অবস্থান: বড়।
পরিবারের মোট সদস্য: ১০ জন।
পিতা: মৃত।
মাতা: জীবিত, পেশা: গৃহিণী।
শহীদ হওয়ার পূর্বে স্মরণীয় বাণী: শহীদ আব্দুল জব্বার সমাজ নিয়ে বেশি ভাবতেন। সমাজকে কিভাবে পরিবর্তন করা যায় সেই চিন-াই সর্বদা করতেন এবং তার প্রচণ্ড বিশ্বাস ছিল যে শিবিরই একমাত্র দল যে দল এ সমাজ পরিবর্তন করতে পারে। শহীদ জব্বার কবি নজরুলের “আমার যাবার সময় হলো দাও বিদায়...” এই গানটি বেশি গাইতেন। বন্ধুরা তাকে এই গান গাওয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলতেন, “আর কতদিন বাঁচব, কখন যে ঝরে পড়ব কেউ জানে না!”

 

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: