৬ মার্চ, লজিং বাড়ি থেকে সালাতুল আসর আদায়ের জন্যে মসজিদে যান এবং নামাজ শেষে নিজ বাড়ী যাওয়ার পথে আব্দুল মান্নান চৌধুরীকে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে তাঁকে অপহরণ করে রাস্তার পাশেই গুলি করে হত্যা করে। চট্টগ্রামের ফটিকছড়ির পূর্ব ভোজপুর গ্রামের অপর শহীদ নাসিম উদ্দীন চৌধুরীর কবরের পাশেই তাঁকে কবরস্ত করা হয়। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির পূর্ব ভোজপুর গ্রামে।
Time in Dhaka
Time in Rome 