১৩ জুন, বিকালে বাসা হতে শহরে বাবার দোকানের উদ্দেশ্যে যাওয়ার পথে যুবদল অফিসের সামনে ছাত্রদল ও যুবদল নামধারী একদল সন্ত্রাসীরা উপর্যুপরি অস্ত্রের আঘাতে রেজবুল হক সরকার প্লাবন এর পুরো শরীর এবং মাথা থেতলে দেয়। ১৫ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহাদাত বরণ করেন। শাহাদাতের সময় তিনি এস.এস.সি ফলপ্রার্থী ছিলেন, পরীার ফল বেরুলে দেখা যায় তিনি জি.পি.এ-৫ পেয়েছেন। শিবির কর্মী শহীদ প্লাবনের গ্রামের বাড়ী গাইবান্ধা জেলার পলাশ বাড়ীর প্রফেসর পাড়ায়।
Time in Dhaka
Time in Rome 