২৩ অক্টোবর, খুলনা সিটি কলেজে ছাত্রদলের দুর্বৃত্তদের গুলিতে ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন সরকারী বি.এল কলেজের ভারপ্রাপ্ত জি.এস সম্ভাবনাময় ছাত্রনেতা একাউন্টিং ২য় বর্ষের ছাত্র, শিবিরের সদস্য আবুল কাশেম পাঠান। তিনি খুলনা মহানগরীর বসুপাড়ার অধিবাসী ছিলেন।
আসুন মাতি কোরআনের উল্লাসে।
|