১২ ফেব্র“য়ারি, রাত পৌনে আটটার সময় বাসা থেকে রিক্সাযোগে চট্টগ্রামের চন্দনপুরা টাকশাহ মসজিদে তারাবীর নামাজে যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা ছাত্রদলের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এম.কম-এর মেধাবী ছাত্র ও শিবির কর্মী নূরুল আলমকে। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির শাহনগর গ্রামে।