চট্টগ্রাম কলেজের ছাত্র সংসদের সাবেক বার্ষিকী সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এম.এস.সি (উদ্ভিদবিদ্যা) শেষ বর্ষের ছাত্র মাহমুদ ১১ মার্চ রাতে বাসা থেকে দোকানে যাবার পথে ওঁৎ পেতে থাকা ছাত্রলীগের গুণ্ডাবাহিনী তাঁকে অপহরণ করে এবং ধারালো ছুরি দিয়ে তবিত করে তার বুক। চিকিৎসাধীন অবস্থায় ১২ মার্চ ভোরে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান। শহীদের বাড়ি ক্ষিরোদিয়া, হাতিয়া, নোয়াখালী। তিনি শিবিরের সাথী ছিলেন।