১৩ মে, রংপুর ঘাদানীকদের হরতাল চলাকালীন সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে শাহাদাত বরণ করেন রংপুর সরকারী কলেজের বি.এ ফলপ্রার্থী সংগঠনের কর্মী সাইফুল ইসলাম। তাঁর বাড়ি রংপুর জেলার পীরগাছা থানার দেউতীবাজার গ্রামে।
আসুন মাতি কোরআনের উল্লাসে।
|