১৪ ফেব্র“য়ারি, চট্টগ্রাম মহানগরীতে শিবিরের শান্তিপূর্ণ মিছিলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনের রাস্তায় জাতীয় ছাত্রসমাজের বোমা নিপে ও ব্রাশ ফায়ারে আমীর হোসাইন ও হাফেজ মুহাম্মদ আব্দুর রহিম শাহাদাত বরণ করেন। বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার আলিম ১ম বর্ষের মেধাবী ছাত্র বায়তুশ শরফের পীর মরহুম মাওঃ শাহসুফী আব্দুল জব্বার (র.)-এর সুযোগ্য সন্তান, শিবির কর্মী হাফেজ মুহাম্মদ আব্দুর রহীমের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া থানার বড়হাতীয়ায়।