আনুগত্য

কুরআন

يَآَيُّهَا االَّذِيْنَ اَمَنُوا اَطَيْعُوْا اللهَ وَاَطِيْعُوْا الرَّسُوْالَ وَاُوْلِيْ الاَمْرِ مِنْكُمْ ـ (نساء :59)
উচ্চারণ: : ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ আতিক’ল্লাহা ওয়া আতিউ’র রাসূলা ওয়া উ’লিল আমরি মিনকুম।
(১) হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর এবং তোমাদের মধ্যে থেকে যে উকিল আমর তার আনুগত্য কর। (সূরা নিসা : ৫৯)

وَمَنْ يٌُّطِعِ اللهَ وَرَسُوْلَه يُدْخِلْهُ جَنَّتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الاَنْهَارُ خلِدِيْنَ فِيْهَا ـ وَذَلِكَ الْفَوْزُ العَظِيْمُ ـ (نساء : 13)
উচ্চারণ: : ওয়া মাই ইয়ুতিয়ি’ল্লাহা ওয়া রাসূলাহূ ইয়ুদখিলহু জান্নাতিন তাজরী মিন তাহতিহাল আনহারি খালিদীনা ফীহা, ওয়া যালিকাল ফাউযুল আযীম।
(২) যে ব্যক্তি আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে এমন জান্নাতে দাখিল করবেন যার নির্দেশ হতে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে এবং তারা অনন্তকাল তাতে অবস্থান করবে। আর প্রকৃতপক্ষে তাই হচ্ছে বিরাট সফলতা। (সূরা : নিসা :১৩)

وَاَطِيْعُوْا اللهَ وَالرَّسُوْلَ لَعَلَّّكُمْ تُرْحَمُوْنَ ـ امران : 132)
উচ্চারণ: : ওয়া আতীউ’ল্লাহ ওয়াররাসূলা লাআ’ল্লাকুম তুরহামূন।
(৩) এবং আল্লাহ ও রাসূলের হুকুম মেনে নাও, যাতে দয়া করা যায়। (সূরা আলে ইমরান : ১৩২)

وَمَنْ يُّطِعِ اللهَ وَرَسُوْلَه وَيَخْشَ اللهَ وَيَتَّقْهِ فَأُوْلئِكَ هُمْ الْفَائِزُوْنَ ـ (النور : 52)
উচ্চারণ: : ওয়া মাই ইয়ুতিয়ি’ল্লাহা ওয়া রাসূল্লাহূ ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াতকহি ফাউলাইকা হুমুল ফাইযুন।
(৪) আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে এবং তাঁর নাফরমানী হতে দূরে থাকে এসব লোকই সফলকাম হবে। (সূরা আন-নূর : ৫২)

وَاَنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْا ـ وَمَا عَلَى الرَّسُوْلِ اِلاَّ الْبَلغُ الْمُبِيْنَ ـ
উচ্চারণ: : ওয়া ইন-তুতীউ’হু তাহতাদূ, ওয়া মা আ’লার রাসূলি ইল্লাল বালাগুল মুবীন।
(৫) যদি তোমরা রাসূলের আনুগত্য কর, তাহলে হেদায়েতপ্রাপ্ত হবে। রাসূলের দায়িত্ব তো শুধুমাত্র দ্বীনের দাওয়াত সুস্পষ্টভাবে পৌঁছিয়ে দেয়া। (সূরা আন-নূর : ৫৪)
অনুসন্ধান করুন (সূরা নিসা : ৬৫, সূরা মুহাম্মাদ : ৩, সূরা মায়েদা : ২)

হাদীস
عَنْ اَبِيْ هُرَيْرَةَ (رض) اَنَّ رَسُوْلُ اللهَ (ص) قَالَ مَنْ اَطَاعَنِيْ دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِيْ فَقَدْ اَبِيْ ـ (بخاري)
(১) হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো, আর যে ব্যক্তি আমার বিরোধিতা করলো সে আমাকে অস্বীকার করলো। (বুখারী)

عَنْ عَلِيِّ (رض) قَاَلَ قَالَ رَسُوْلُ اللهَ (صلعم) لاَ طَاعَةَ فِيْ مَعْصِيْةِ اِنَّمَا الطَّاعَةُ فِيْ الْمَعْرُوْفِ ـ (بخاري ـ مسلم)
(২) হযরত আলী (রা) বলেন, নবী করীম (সা) বলেছেন, গোনাহের কাজে কোন আনুগত্য নেই, আনুগত্য শুধু নেক কাজের ব্যাপারে। (বুখারী, মুসলিম)

قَاَلَ رَسُوْلُ اللهَ (ص) مَِنْ اَطَاعَنِيْ فَقَدْ اَطَعَ اللهَ وَمَنْ عَصَانِيْ فَقَدْ عَصَا اللهُ وَمَنْ يُّطِعِ الاَمِيْرَ فَقَدْ اَطَاعَنِيْ وَمَنْ عَصَي الاَمِيْرَ فَقَدْ عَصَانِيْ ـ (متفق عليه)
(৩) রাসূলুল্লাহ (সা) বলেন, যে আমার এতায়াত বা আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল। আর যে আমার হুকুম অমান্য করল সে আল্লাহর হুকুমই অমান্য করল। যারা আমীরের আনুগত্য করল তারা আমার আনুগত্য করল। আর যারা আমীরের আদেশ অমান্য করল সে প্রকৃতপক্ষে আমারই আদেশ অমান্য করল। (বুখারী, মুসলিম)

 

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: