আল্লাহর পথে অর্থ ব্যয়/বায়তুলমাল

কুরআন

يًآيُّهَا الَّذِيْنَ امَنُوْا اَنْفِقُوْا مِمَا رَزَقْنَكُمْ مِنْ قِبْلِ اَنْ يَّاتِيَ يَوْمٌ لاَّبَيْعُ فِيْهِ وَلاَخُلَّةُ وَّلاَشَفَاعَةٌ ـ
উচ্চারণ: : ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ আনফিক মিম্মা রাযাকনাকুম মিন কাবলি আই ইয়অতিইয়া ইয়াওমুল লা বাইউন ফীহি ওয়া লা খুল্লাতুও ওয়া লা শাফাআহ।
(১) হে মুমিনগণ! তোমরা দান কর; আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে সেদিন আসার পূর্বেই যেদিন বেচাকেনা, কোন বন্ধুত্ব এবং কোন সুপারিশ চলবে না। (সূরা বাকারা : ২৪৫)

اَلَّذِيْنَ يُنْفِقُوْنَ فِيْ السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكظِِلِمِيْنَ الْغِيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ ـ وَاللهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ ـ
উচ্চারণ: : আল্লাযীনা ইউনফিকূনা ফিস সাররায়ি ওয়াদদাররায়ি ওয়ালকাযিমীনাল গাইয়া ওয়াল আফীনা আনিস নাসি, ওয়াল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনীন।
(২) যারা সচ্ছল অবস্থায় ও অসচ্ছল অবস্থায় দান করে, যারা ক্রোধ নিয়ন্ত্রিণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে, এসব নেককার লোককেই আল্লাহ ভালবাসেন। (সূরা আলে ইমরান : ১৩৪)

وَلاَيُنْفِقُوْنَ نَفَقَةُ صَغِيْرَةً وَّلاَكَبْيْرَةً وَّلاَيَقْطَعُوْنَ وَديِاً اِلاَّ كُتِبَ لُهُمْ لِيَجْزْيَهُمُ اللهُ اَحْسَنَ مَاكَانُوْا يَعْمَلَوْنَ ـ
উচ্চারণ: : ওয়া লা ইউনফিকূনা নাফাকাতান ছাগীরাতাও ওয়া লা কাবীরাতাও ওয়া লা ইয়াকতাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম লিইয়াজযিইয়াহুমুল্লাহ আহসানা মা কানূ ইয়ামালুন।
(৩) তারা অল্প বা বেশী যা কিছু খরচ করুক না কেন কিংবা কোন উপত্যকাই অতিক্রম করুক না কেন এসব তাদের নামে রেকর্ড করা হয় যাতে তারা যা করেছে তার সর্বোত্তম প্রতিদান আল্লাহ তাদের দিতে পারেন। (সূরা তওবা : ১২১)

وَاَنْفِقُوْا فِيْ سَبِيْلِ اللهَ وَلاَتُلْقُوْا بِاَيْدِيْكُمْ اِلَى التَّهْلُكَةِ وَاَحْسِنُوْا ـ اِنَّ اللهَ يُحِبُّ الْمُحْسَنِيْنَ ـ
উচ্চারণ: : ওয়া আনফিকূ ফী সাবীলিল্লাহি ওয়া লা তুলকূ বিআইদিকুম ইলাত তাহলুকাতি, ওয়া আহসিনূ, ইন্নাল্লাহা ইয়ুহিব্বুল মুহসিনীন।
(৪) খরচ কর আল্লাহর পথে, নিজের হাতে নিজকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। উত্তমরূপে নেক কাজ আঞ্জাম দাও। এভাবে যারা নেক কাজ উত্তমরূপে আঞ্জাম দিতে যত্নবান আল্লাহ তাদের অবশ্যই ভালবাসেন। (সূরা বাকারা : ১৯৫)

اِنْ تُقْرِضُوْا اللهَ قَرْضًا حَسَنًا يُضعِفْهُ لَكُمْ وَيَغْفِرْلَكُمْ ـ
উচ্চারণ: : ইন তুকরিদুল্লাহ কারদান হাছানা ইউদোয়াইফিহু লাকুম ওয়া ইয়াগফিরি লাকুম।
(৫) আল্লাহকে যারা উত্তম ঋণ দান করে, আল্লাহ তাদেরকে কয়েক গুণ বাড়িয়ে দেন এবং তাদেরকে ক্ষমা করেন। (সূরা তাগাবুন : ১৬)

হাদীস

عَنْ اَبِيْ هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُوْلُ اللهَ (صلعم) مَامِن يَّوْمٍ يُّصْبِحُ الْعِبَادُ اِلاَّ مَكَانَ يَنْزْلاَنِ فِيْقُوْلُ اَحَدَكُمْ اَللَّهُمَّ اَعْطِيْ مُنْفِقًا خَلفًا وَّيَقُوْلُ الاَخِرُ اَعْطِ مُمْسِكًا تَلَقًا ـ
১) হযরত আবু হুরায়রা (রা) বলেন, রাসূল (সা) বলেছেন, যখনই আল্লাহর বান্দারা প্রত্যুষে ত্যাগ করে তখনই দুজন ফিরিশতা অবতীর্ণ হয়। তার মধ্যে একজন বলতে থাকেন হে আল্লাহ, তুমি দানকারীকে প্রতিদান দাও। আর অন্যজন বলতে থাকেন হে আল্লাহ! কৃপণ ব্যক্তিকে ধ্বংস কর। (বুখারী,মুসলিম)

عَنْ اَبِيْ يَحْيَي خَرِيْمِ اِبْنِ فَاتِكٍ (رض) قَالَ قَالَ رَسُوْلُ اللهِ (صلعم) مَنْ اَنْفَقَ نَفَقَةً فِيْ سَبِيْلِ اللهِ كُتِبَ لَهُ سَبْعَ مِائَةًَّ ضُعْفِ ـ
(২) আবু ইয়াহইয়া খারীম ইবনে ফাতিক (রা) হতে বর্ণিত, তিনি বলেন রাসূল (সা) বলেছেন, যে আল্লাহর পথে একটি জিনিস দান করলো, তার জন্য সাতশত গুণ সওয়াব লিখা হবে। (তিরমিযী)

عِنْ اِبْى هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُوْلَ اللهِ (صلعم) قَالَ اللهُ تَعَالِي اَنْفِق يَا اِبْنَ ادَمَ اُنْفِقُ عَلَيْكَ ـ
(৩) হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) বলেছেন আল্লাহ বলেন, হে আদম সন্তান! তুমি দান করতে থাক আমিও তোমাকে দান করব। (বুখারী, মুসলিম)

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: