আল্লাহর পথে আহবান

শ্লোগান- আল্লাহর পথে চিরদিন মোরা সব মানুষেরে ডাকবো।
আল্লাহর পথে আহবান:_
১. আল্লাহর পথ।
২. শয়তানের পথ।
৩. আল্লাহর পথে মানুষকে আহবান।
আল্লাহর পথ:_
১. ঈমান (তাওহীদ, রিসালাত ও আখেরাত)।
২. ঈমানের দাবি ।
ঙ্ ঈমান:-
(ক) আল্লাহকে নিজের ইলাহ, রব হিসেবে বিশ্বাস করা বা মেনে নেয়া ।
(খ) তার রাসূল (স:) এর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে জীবনের সকল ক্ষেত্রে তার আদর্শ অনুসরণ করার সিদ্ধান্ত গ্রহন করা।
(গ) পার্থিব জীবনের সকল কাজের জন্য পরকালীন জীবনে জবাবদিহী করতে হবে।
ঙ্ ঈমানের দাবি:_
(ক) যে জিনিসের প্রতি ঈমান আনা হল তা ভাল ভাবে জানতে ও মানতে হবে।
(খ) আল্লাহর প্রেরিত কিতাব সরাসরি বা যথাযথ ভাবে অধ্যয়ন করা।
(গ) রাসূল (স:) এর বাণী হাদীস গ্রন্থ অধ্যয়ন করা।
(ঘ) অর্জিত জ্ঞান অনুযায়ী নিজের সাধ্যমত সর্বোচ্ছ আমল করার চেষ্টা করা।
(ঙ) এই জ্ঞান অন্যের নিকট পৌছে দেয়া।
শয়তানের পথ:_
১. কুফর।
২. শিরক ।
৩. নিফাক।
ঙ্ কুফর:_
(ক) তাওহীদ ও রিসালাতকে অস্বীকার করা।
(খ) ঈমান আনার পর স্থায়ী না করা।
ঙ্ শিরক:_
(ক) আল্লাহকে আল্লাহর মতো করে না মানা।
(খ) নিজের প্রভূ হিসেবে অনেক স্বত্তা ও প্রাকৃতিক শক্তিকে গ্রহন করা।
(গ) কর্তৃত্বের ব্যাপারে আল্লাহর ক্ষমতাকে যথেষ্ট মনে না করা (আস্থার সংকট)।
(ঘ) নিজের চেষ্টা ও অন্যের সহযোগিতাকে কাজের ফলাফলের জন্য কারণ বা উপকরণ মনে করা।
নিফাক:_
(ক) ভন্ডামী ও প্রতারণার আশ্রয় নেয়া।
(খ) কিছু হুকুম মেনে নেয়া কিছূ হুকুম অমান্য করা।
(গ) মুখের কথা অনুযায়ী অন্তরের ইচ্ছা না হওয়া।
(ঘ) বলা অনুযায়ী নিজে না করা।
আল্লাহর পথে মানুষকে আহবান:-
১. ঈমানের দাওয়াত পৌছানো।
২. এ কাজে বাধা আসবে।
৩. শয়তান ও দাওয়াত (প্রবণতা তৈরী) দেয়।
৪. এ কাজে বাধা আসবে।
ঙ্ ঈমানের দাওয়াত পৌছানো:_
(ক) এ কাজ নবী রাসূলদের কিন্তু নবী রাসূল (স:) আর আসবেন না বিধায় এ কাজ উম্মতে মুহাম্মদীর।
(খ) এই আহবান সবচেয়ে গুরুত্বপূর্ণ আহবান, এই আহবান কখনো বাদ দেয়া যাবেনা।
(গ) সাহাবীগণ (রা:), তাবেঈন, তাবে তাবেঈন (র:) ও যুগে যুগে অলি আউলিয়া এবং পীর মাশায়েখগণ এই দাওয়াতী কাজের মাধ্যমে তাদের জিন্দেগী অতিবাহিত করেছেন।
ঙ্ এই কাজে বাধা আসবে:_
(ক) রাষ্ট্র, সমাজ, পরিবার এবং নিজের নফস এর পক্ষ থেকে বাধা আসবে।
(খ) জীবন, স্বাস্থ্য ও সম্পদ ইত্যাদি ক্ষতিগ্রস্থ হবে।
(গ) কখনো কখনো অপ্রাপ্তি কাংখিত ফলাফল না পাওয়া অধৈর্যের কারণ হতে পারে।
ঙ্ শয়তানের দাওয়াত:_
১. প্রত্যক্ষ ভাবে
২. পরোক্ষ ভাবে
ড় প্রত্যক্ষ ভাবে :
(ক) মানুষের মাধ্যমে সরাসরি আহবান।
(খ) নফসকে সক্রিয় করে।
ড় পরোক্ষ ভাবে :
(ক) অসৎ কাজের পরিবেশ তৈরী করে তা করতে বাধ্য করে ( সংস্কৃতি)।
(খ) সৎ জীবন যাপনের প্রতি অনিহা ও নিম্নমান বোধ সৃষ্টির চেষ্টা করে।
এ কাজে বাধা আসবে:_
(ক) নিজের জ্ঞান, আমল এবং আহবান পরিশুদ্ধ হতে হবে।
(খ) নিজের চরিত্রকে দাওয়াতী চরিত্র হিসেবে গড়ে তুলতে হবে।
(গ) প্রশ্নাতিত চারিত্রিক মাধূর্য তৈরী করতে হবে।(ঘ) জীবনের মিশন হিসেবে গ্রহন করতে হবে।

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: