ইসলামের ছায়াতলে তামিল ‘রকস্টার’ যুভান শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক
আরটিএনএন,১১ ফেব্রুয়ারি,২০১৪
চেন্নাই: ভারতের তামিল সিনেমার সবচেয়ে জনপ্রিয় সংগীতজ্ঞ যুভান শঙ্কর রাজার পরিচয়ের শেষ নেই। বহুমুখী প্রতিভার অধিকারী এই গুণী তরুণ একাধারে সংগীত পরিচালক, সংগীত রচয়িতা, গায়ক, বাদক।
সংগীতের প্রতিটি শাখাতেই তার হাতের জাদু লেগেছে এবং সোনা ফলেছে। সাফল্যের স্বীকৃতিতেও তিনি এখন ঈষর্ণীয় উচ্চতায়।
তবে এসব খবর নতুন নয়। নতুন খবর হলো কিংবদন্তি এই শিল্পী পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শঙ্কর রাজা নিজেই তার ইসলাম গ্রহণের কথা জানিয়েছেন।
১০ ফেব্রুয়ারি ভারতের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে তার ইসলাম গ্রহণের কাহিনী প্রকাশ করা হয়েছে।
‘যুভান শঙ্কর রাজা এমব্রেসেস ইসলাম’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গতকাল এক টুইটার বার্তায় তিনি নিজেই ইসলাম গ্রহণের ঘোষণা দেন।
টুইটারে শঙ্কর রাজা লিখেছেন, ‘হ্যাঁ, আমি ইসলাম অনুসরণ করছি এবং এজন্য আমি গর্বিত। আলহামদুলিল্লাহ, আমার পরিবার আমার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে এবং (এ নিয়ে) আমার ও আমার বাবার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই।’
শঙ্করের বাবা ইলাইয়ারাজা ভারতের একজন খ্যাতিমান সংগীত রচয়িতা। ঠিক কী কারণে শঙ্কর রাজা ইসলাম গ্রহণ করেছেন, তা অবশ্য স্পষ্ট করেননি।
তবে শঙ্কর রাজার ঘনিষ্ট একটি সূত্র জানায়, তিনি তার মায়ের খুবই ভক্ত ছিলেন। মা মারা যাওয়ার পরই বদলে যেতে শুরু করেন শঙ্কর রাজা। তিনি একজন আধ্যাত্মিক সাধকের শরণাপন্ন হন। কেউ কেউ বলছেন, এ কারণেও তিনি ইসলাম গ্রহণ করতে পারেন।
অন্যদিকে অন্যরা বলছেন, ইসলামে দীক্ষিত ভারতের অস্কারজয়ী জনপ্রিয় সংগীতিশল্পী এ আর রহমানের দ্বারা অনুপ্রাণিত হয়েও তিনি ইসলাম গ্রহণ করে থাকতে পারেন। তবে কারণ যাই হোক না কেন প্রায় এক বছর আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন।
শঙ্কর রাজার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, ‘তিনি এখন ৫ ওয়াক্ত নামায পড়েন। এমনকি কাজের মধ্যে থাকলেও তার নামায কাজা হয় না। আবার স্টুডিওর জন্যও সময় নির্ধারণ করে রেখেছেন তিনি।’
সূত্রটি জানায়, এখন তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছেন। নাম পরিবর্তনের ব্যাপারে ভাবছেন তিনি। আর এসব যেহেতু ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়, তাই তার পরিবারের সদস্যরা একে সম্মান করে থাকেন।
কে এই যুভান শঙ্কর রাজা
ভারতের খ্যাতিমান সংগীত রচয়িতা ইলাইয়ারাজার কনিষ্ঠ ছেলে শঙ্কর রাজা ১৯৭৯ সালের ৩১ আগস্ট জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ৩৪ বছর। চেন্নাইয়ের তামিল সিনেমার সবচেয়ে জনপ্রিয় সংগীত পরিচালক শঙ্কর রাজা।
১৯৯৬ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি সংগীতে ক্যারিয়ার শুরু করেন। প্রথমে বছর পাঁচেক তাকে সংগ্রাম করতে হয়। ২০০১ সালে ‘থুলুভাধো ইলামাই’ গানের মাধ্যমে তিনি খ্যাতির শীর্ষে আরোহন করেন।
বর্তমান তামিল সিনেমার সবচেয়ে জনপ্রিয় সংগীত পরিচালক তিনি। তার জনপ্রিয়তা এতটাই বেশি যে, মাত্র ১৫ বছরের মধ্যেই তিনি ১০০’র অধিক সিনেমার সংগীত পরিচালনা করেছেন।
বহুমুখী প্রতিভার অধিকারী এ শিল্পীর নেশা সব সময়ই নতুন ও সৃজনশীল কিছু করা। ফোক, আরঅ্যান্ডবি, টেকনো, হেভি মেটাল, ওয়েস্টার্ন মিউজিক, হিপ হিপ হপসহ বহু ধারার গানে তিনি পারদর্শিতা দেখিয়েছেন।
তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় শঙ্কর রাজা। তাই তাকে ‘রকস্টার’ বলে উল্লেখ করা হয়। এছাড়া ‘ইয়ুথ আইকন অব তামিল ফিল্ম মিউজিক’ নামেও পরিচিত তিনি।
শঙ্কর রাজা ইতোমধ্যেই দুটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। মাত্র ২৫ বছর বয়সে ২০০৪ সালে ‘সেভেন জি রেইনভো কলোনি’ নাটকের জন্য তিনি সেরা সংগীত পরিচালকের পুরস্কার পান। তার চেয়ে কম বয়সে আর কেউ এই পুরস্কার জিততে পারেননি।
তিনি ছয়বার ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। ২০০৬ সালে মনোনীত হন তামিল নাড়ু স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডের জন্য। ২০০৬ সালে রাম সিনেমার সংগীত পরিচালনার জন্য তিনি সাইপ্রাস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অ্যাওয়ার্ড জয় করেন। আর কোনো ভারতীয় এই পুরস্কার পাননি।

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: