ঘাস দিয়ে তৈরী ঝুলন্ত সেতু

নয়নাভিরাম ঝুলন্ত সেতুটি ঘাস দিয়ে তৈরী। ঘাসের তৈরী বিরল এই সেতু বর্তমানে পৃথিবীতে এই একটিই রয়েছে। সেতুটির নাম Qeswachaka।
পেরুর দক্ষিনান্চল Cuzco র ১০০ কি: মি: দূরে সেতুটির অবস্হান। Inca আমলে সর্বপ্রথম সেতুটি তৈরী করা হয়। এরপর থেকে প্রতি বছর সেতুটিকে সংস্কার করা হয়ে আসছে। সেতুটির দৈর্ঘ্য ১২০ ফুট এবং বেশ সরু। একজন মানুষ অনায়াসে হেঁটে যেতে পারেন। Apurimac নদীর পানির উপরিভাগ থেকে অন্তত ১৩,০০০ ফুট উচ্চতায় সেতুটির অবস্হান।
স্হানীয় Qoya নামক ঘাস দিয়ে সেতুটি তৈরী। প্রথমে ঘাস সংগ্রহ করা হয়। তারপর তার থেকে পদ্ধতি অনুযায়ী আঁশ বের করা হয়। সেই আঁশ পেচিয়ে এবং গিট দিয়ে দড়ির ন্যায় মজবুত করে ধীরে ধীরে তৈরী করা হয় এই সেতু। সেতুটি সংস্কারের সময় স্হানীয় সকল গোত্রের অন্তত এক হাজার নারী-পুরুষ প্রতি বছর জুন মাসের ২য় সপ্তাহে সেতুটির কাছে সমাবেত হোন। ধীরে ধীরে সংস্কার করেন এই সেতু। তারা Inca ঐতিহ্য ও স্মৃতি ধরে রাখতে এবং তাদের সম্মান প্রদর্শনস্বরুপ সেতুটি অটুট রাখতে চান।

 

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: