জাহান্নাম

কুরআন

وَالَّذِيْنَ كَفَرُوْا لَهُمْ نَارُ جَهَنَّمَ ـ لاَيُقْضى عَلِيْهِمْ فِيْمُوْتُوْا وَلاَ يُخَفَّفُ عَنْهُمْ مِّنْ عَذَابِهَا ـ كَذلِكَ نَجْزِيْ كُلُّ كُفَوْرٍ ـ
উচ্চারণ: : ওয়াল্লাযীনা কাফারূ লাহুম নারু জাহান্নামা, লা ইয়ুকদা আলাইহিম ফাইয়ামূতূ ওয়া লা ইয়ুখাফফাফু আনুহম মিন আযাবিহা, কাযালিকা নাজযী কুল্লা কাফূর।
(১) যারা অবিশ্বাসী তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন।তাদের মৃত্যুর আদেশ দেয়া হবে না যে, তারা মরবে এবং তাদের জন্য শাস্তি কমিয়েও দেয়া হবে না, এভাবেই আমি প্রত্যেক কাফিরকে শাস্তি দিয়ে থাকি। (সূরা আল ফাতির : ৩৬)

فِيْ سَمُوْمٍ وَّحَمِيْمٍ ـ وَظِلِّ مِّنْ يَّحْمُوْمٍ ـ لاَبَارِدٍوَّلاَكِرِيْمِ ـ
উচ্চারণ: : ফী সামূমিও ওয়া হামীমিন ওয়া যিল্লিম মিন ইয়াহমূম, লা বারিদিও ওয়া লা কারীম।
(২) তারা (জাহান্নামের অধিবাসীরা) লু-হাওয়া, টগবগ করা ফুটন্ত পানি এবং কালো ধোঁয়ার মাঝে থাকবে। তা না ঠান্ডা না শাস্তিপ্রদ হবে। (সূরা আল-ওয়াকিয়াহ : ৪২-৪৪)

اِنَّهُ مِنْ رَبَّهُ مُجْرِمًا فِانَّ عَذَابِ جَهَنَّمَ خَالِدُوْنَ ـ
উচ্চারণ: : ইন্নাহূ মাই ইয়াতি রাব্বাহূ মুজারিমান ফাইন্না লাহূ জাহান্নামা লা ইয়ামূতু ফীহা ওয়া লা ইয়াহইয়া।
(৩) যে তার প্রতিপালকের নিকট অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য তো জাহান্নাম। সেথায় সে মরবেও না বাঁচবেও না। (সূরা ত্বহা : ৭৪)

হাদীস

عَنْ اِبْي هُرَيْرَةَ قَالَ رَسُوْلُ اللهِ (صلعم) مَنء قَضَاءَ الْمُسْلِمِيْنَ حِتّى يَنَالَهُ ثُمَّ غَلَبَ عَدْلَهُ جُوْرُهُ فَلَهُ الْجَنَّةَ وَمَنْ غَلَبَ جُوْرُهُ عَدَلُهُ فَلَهُ النَّارِ ـ
(১) হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, যে ব্যক্তি মুসলামানের বিচারকের পর্দা প্রার্থনা করলো এবং পদ লাভের পর তার ন্যায় বিচার যুলুমের উপর বিজয়ী হলো, সে জান্নাতবাসী হবে, আর যদি ন্যায় বিচারের উপর যুলুম বিজয়ী হয়ে যায় তবে তার জন্যে জাহান্নাম। (আবু দাউদ )

قَالَ النَّبِيٌّ (صلعم) وَاِيَّاكُمْ وَالْكِذْبُ فَانَّ الْكِذْبَ يَهْدِيْ اِلى الفُجُوْرِ ـ وَ اِنَّ الْفُجُوْرَ يَهْدِيْ اِلى النَّارِ ـ
(২) মহানবী (সা) বলেছেন, তোমরা অবশ্যই মিথ্যা হতে দূরে থাকবে। কেননা মিথ্যা মানুষকে পাপ ও নাফরমানীর কাজের দিকে পচিারচালিত করে। আর পাপ ও নাফরমানী মানুষকে জাহান্নামে নিয়ে যায়।

وَعَنْ عَئِشَةَ (رض) عَنْهَا اَنَّ النَّبِيُّ (صلعم) قَالَ الْحُمَّي مِنْ فِيْحِ جَهَنَّمَ فَاَبْرِدُوْهَا بَالْمَاء ـ
(৩) হযরত আয়িশা (রা) থেকে বর্ণিত, নবী করীম (সা) বলেছেন, জ্বর জাহান্নামের প্রচন্ড উত্তাপের অংশ বিশেষ। তোমরা পানি দিয়ে তা ঠান্ডা কর। (বুখারী, মুসলিম)

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: