ত্যাগ / কুরবানী/পরীক্ষা

কুরআন

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيٍْ مِّنَ الْخَوْفِ وَالْجُوْعِ وَنَقْصٍ مِّنَ الاَمْوَالِ وَاْلاَنْفُسِ وَالثَّمَرتِ وَبَشِّرِ الصّبِرِيْنَ ـ
উচ্চারণ: : ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইয়িন মিনাল খাওফি ওয়াল জুয়ি ওয়া নাকছিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াছ ছামারাতি ওয়া বাশশিরিছ ছাবিরীন।
(১) নিশ্চয়ই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ভীতি (ভীতিপ্রদ পরিস্থিতি) ক্ষুধা এবং মাল,জান ও ফল-ফসলের ক্ষতির দ্বারা। আর ধৈর্য অবলম্বনকারীদেরকে সুসংবাদ দাও। (সূরা : বাকারা : ১৫৫)

أَحَسِبَ النَّاسُ اَنْ يُّتْرَكُوْا اَنْ يَّقُوْلُوْا امَنَّا وَهُمْ لاَيُفْتَنُوْنَ ـ وَلَقَدْ فَتَنَّا الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمُنَّ اللهُ الَّذِيْنَ صَدَقُوْا وَلَيَعْلَمَنَّ الْكذِبِيْنَ ـ (عنكبوت : 2-3)
উচ্চারণ: : আহাসিবান্নাসু আনই উতরাকূ আন ইয়াকূল আমান্না লা ইয়ুফতানূন, ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন কাবলিহিম ফালাইয়া লামান্নাল্লাহুযীনা ছাদাকূ ওয়াইয়া’লামান্নাল কাযিবীন।
(২) মানুষেরা কি মনে করেছে যে, আমরা ঈমান এনেছি একথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে, আর তাদের কোন পরীক্ষা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি। শেষ পর্যন্ত তোমাদের সকলকে আমাদের দিকেই আসতে হবে। (সূরা আম্বিয়া : ৩৫)

كُلُّ نَفْسٍ ذَائِقَةُ اْلَمَوْتِ ـ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالخَيْرِ فِتْنَةً وَاِلَيْنَا تُرْجَعُوْنَ ـ (انبياء : 35)
উচ্চারণ: : মা আছাবা মিম মুছিবাতিন ইল্লা বিইযনিল্লাহি, ওয়া মাই ইয়ুমিন বিল্লাহি ইয়াহদি কালবিহী, ওয়াল্লাহু বিকুল্লি শাইয়িন আ’লীম।
(৪) কোন বিপদ কখনও আসে না আল্লাহর অনুমতি ছাড়া। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন। আল্লাহ সর্ববিষয়ে সম্যক অবগত। (সূরা তাগাবুন: ১১)
আরো দেখুন : সূরা বাকারা : ১৫৫, ২১৪, সূরা তওবা : ১১১, ১৬, সূরা আনয়াম : ১৬২, সূরা মুহাম্মাদ : ৩১।

হাদীস
عَنْ الْمِقدَادِيْنِ الاَسْوَادٍ (رض) قَالَ سَعْتُ رَسُوْلُ اللهِ (صلعم) يَقُوْلُ اِنَّ السَّعِيْدَ لِمَنْ جُنِّبَ الْفِتَنَ ثَلاَثُا وَلَمَنِ ابْتُلِىْ فَصَبَرَ فَوَاهَا ـ (ابوداود)
(১) মিকদাদ ইবনে আসওয়াদ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি নি:সন্দেহে সে ব্যক্তি সৌভাগ্যবান যে পরীক্ষা ফিতনা হতে মুক্ত আছে। রাসূল (সা) তিনবার এ কথাটি উচ্চারণ: করলেন। আর যে ব্যক্তিকে পরীক্ষায় ফেলা সত্ত্বেও সত্যের উপর অবিচল রয়েছে তার জন্য তো অশেষ ধন্যবাদ। (আবু দাউদ)

عَنْ اَنَسَ (رض) قَالَ رَسُوْلُ اللهِ (صلعم) يَاتِيْ عَلى النَّاسِ زَمَانٌ الصَّبْرُ فِيْهِمْ عِلى دِيْنِه كَالْقَابِضَ عَلَى الْجَمْرَ ـ (ترمذي)
(২) হযরত আনাস (রা) হতে বর্ণিত, রাসূল (সা) বলেছেন, মানুষের উপর এমন এক যুগ আসবে যখন দ্বীনদারদের জন্যে দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা জ্বলন্ত আঙ্গার হাতে রাখার মতো কঠিন হবে। (তিরমিযী)

وَعَنْ اَبِيْ هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُوْلُ اللهِ (صلعم) اَلدُّنْيَا يِجْنُ الْمُؤْمِنِ وَجَنَّةُ الْكَافِرِ ـ (مسلم)
(৩) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, দুনিয়াটা হলো ঈমানদারদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য বেহেশত। (মুসলিম)

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: