মায়ের ছবি

কতদিন থেকে দেখিনা মাগো তোমার হাঁসি মুখখানী।

কেমন করে কাটছে মাগো তোমার দুঃখের জীবনী।।

জীবন ভরে সহিলে তুমি হাজার দুঃখের ক্ষত,

ভরায়ে দিলে চোখের পানিতে মহা প্রশান্ত।

বাছাধনকে লালিয়েছ কত আপত্য স্নেহে,

সহে ছিলে যন্ত্রণাময় অব্যক্ত বেদনাকে।

পারিনিকো মাগো তোমার মুখে হাঁসি ফুটাতে,

সুখের হাঁসি হাঁসবে তোমার শ্রেষ্ঠ জান্নাতে।

হন্যে হয়ে ছুটে এলাম মরু প্রবাসে,

জীবন যুদ্ধের এই ময়দানে কত মানুষ আসে।

দূর দুরান্ত চষে বেড়াই কল্পনার রথে বসে,

মায়ের মত মুখটি আমি পাইনি কোথায়ও খুঁজে।

একদিন মা দেখবে তুমি খোকন তোমার কাছে,

তুমি তখন কেঁদে হেঁসে জড়ায়ে ধরবে বুকে।

কথা

মুহাম্মাদ ইসমাইল খোকন

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: