১৯৮৫ সালে ভারতের কলিকাতা হাইকোর্টে কুরআন বাজেয়াপ্ত করার জন্য মামলা দায়ের হয়। এতে সারা বিশ্ব প্রতিবাদমুখর হয়ে ওঠে। ভারতের মুসলিম বিদ্বেষী এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ১১মে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এমনি এক মিছিল চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়। সেই মিছিলে কুরআন বিদ্বেষী খুনী ম্যাজিষ্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশে পুলিশ নির্বিচারে গুলি চালায়। গুলিতে শাহাদাত বরণ করেন শিবিরের সমর্থক শহীদ সেলিম শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। তাঁর বাড়ি আরামবাগ, রাজারামপুর, নাবাবগঞ্জ।