যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি এবং সৎকাজ করেছে, তাদের জন্য রয়েছে তার সওয়াব তাদের পালনকর্তার কাছে। আর তাদের কোনই ভয়-ভীতি নেই, তারা দুঃখিতও হবে না। বাকারা ৬২।সেদিন দয়াময়ের কাছে পরহেযগারদেরকে অতিথিরূপে সমবেত করব,এবং অপরাধীদেরকে পিপাসার্ত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব।যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না। মারিয়াম ৮৫-৮৭।

জীবনী

আল্লামা ইমাম নববী (রহিমাহুল্লাহ)

  বিশ্বখ্যাত হাদীস গ্রন্থ ‘রিয়াদুস সালেহীন’ এর রচয়িতা হলেন, বিশিষ্ট মুহাদ্দিস, বহু গ্রন্থের লেখক, জগত বিখ্যাত হাদীস বিশারদ ও ইসলামী চিন্তাবিদ আল্লামা ইমাম নববী রহিমাহুল্লাহ। তার নাম হলো, শায়খ মুহিউদ্দিন আবু যাকারিয়া ইয়াহইয়া ইবনে শারফ আল নাবাবী আল দামেশকী। তার ডাকনাম আবু যাকারিয়া, মূলনাম ইয়াহইয়া এবং লকব-উপাধি মুহিউদ্দিন। ৬৩১...

হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)

নবীদের পর উম্মতকুলে সাহাবায়ে কেরামের মর্যাদা সর্বোচ্চ বলেই বিবেচিত হয়। আর সেই সাহাবিদের মধ্যে যাঁর নাম অগ্রগণ্য, তিনি হজরত আবু বকর সিদ্দিক (রাঃ)। তিনি মক্কার বিখ্যাত কোরাইশ বংশের বনু তাইম গোত্রে ৫৭৩ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তাঁর বাল্য নাম আবদুল্লাহ ও ডাকনাম আবু বকর। সিদ্দিক হচ্ছে তাঁর উপাধি। মিরাজের ঘটনাকে সর্বপ্রথম মনেপ্রাণে বিশ্বাস...

আশারা-ই-মুবাশ্শারা

আশার শব্দের অর্থ-দশ, মুবাশ্শারা অর্থ-সুসংবাদপ্রাপ্ত । পরিভাষায়:১০ম হিজরীতে মদীনায় দুর্ভীক্ষ অবস্থায় মসজিদে নববীতে রাসূলের অনুগত পরায়ন যে ১০ জন সাহাবীকে রাসূলে আকরাম (স:) দুনিয়াতেই বেহেস্তের সুসংবাদ প্রদান করেছিলেন তাদেরকে আশারা-ই-মুবাশ্শারা বলে । এদের পরিচয় নিম্নে তুলে ধরা হলো- (১) হযরত আবু বকর সিদ্দিক (রা:) নাম : ইসলামের ১ম খলিফা হযরত আবু...

বিশ্ব দরবারে প্রিয় নাম মুহাম্মাদ

নামের শুরুতে মুহম্মদ (পূর্ণ কিংবা সংক্ষিপ্ত আকারে) লেখার রীতি বাংলাদেশ এবং আমাদের পাশের দেশ ভারতে প্রচলিত। অনেকেই নামের শুরুতে মুহম্মদ লেখাকে মুসলমানিত্বের চিহ্ন হিসেবে বিবেচনা করেন। নামের শুরুতে মুহম্মদ লেখা বাংলাদেশ এবং ভারতে প্রচলিত একটি রীতি হলেও ধর্মীয় কোনো বিধান নয়। হিন্দু-মুসলমান পরিচয় স্পষ্ট করার জন্য নামের শুরুতে এভাবে মুহম্মদ লেখার...

অ্যারিস্টটল

মহাজ্ঞানী গ্রিকবিজ্ঞানী অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব ৩৮৪ সালে জন্মগ্রহণ করেন। তাকে প্রাণিবিজ্ঞানের জনক বলা হয়। তিনিই সর্বপ্রথম প্রাণিবিজ্ঞানকে বিজ্ঞানের একটি শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেন। অ্যারিস্টটল একাধারে কবি, বিজ্ঞানী ও দার্শনিক ছিলেন। বিভিন্ন বিষয়ে তার মতো অগাধ পাণ্ডিত্য আর কারো ছিল না। তখনকার সময় লোকেরা বলত অ্যারিস্টটল জ্ঞানবিজ্ঞানের সব বিষয়...

জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান পল অ্যাসাঞ্জ ১৯৭১ সালের ৩ জুলাই অস্ট্রেলিয়ার টাউনসভিলাতে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি কম্পিউটারে দক্ষতা অর্জন করেন। তিনি একাধারে সাংবাদিক, গণিতবিদ, কম্পিউটার প্রোগ্রামার এবং হ্যাকার। ১৯৯৫ সালে হ্যাকিংয়ের অপরাধে তিনি একবার গ্রেফতার হয়েছিলেন। আর কোনোদিন হ্যাকিং করবেন না এমন মুচলেকা দিয়ে সেবার তিনি ছাড়া...

মাওলানা জালালুদ্দিন রুমী

বিশ্বসাহিত্যের ইতিহাসে যে ক’জন মুসলিম কবি সাহিত্যিক ও মনীষী তাঁদের রচনায় ইসলামী সাহিত্যকে সমৃদ্ধ করে অমর হয়ে আছেন তন্মধ্যে মাওলানা জালালুদ্দিন রুমীও শীর্ষ স্থানীয়দের অন্যতম একজন। তিনি আধুনিক ইরানের একটি সুপরিচিত নাম। শুধু ইরানের কেন আধুনিক বিশ্বেরও। তিনি শুধু কবি ছিলেন না, তিনি ছিলেন একজন আধুনিক আধ্যাত্মিক চিন্তা চর্চার সাধক। দর্শন ও...

ইমাম মুসলিম (রহ.)

হাদিসের বিশুদ্ধতা নিরূপণে ইতিহাসে যেসব মহামানব চিরস্মরণীয় হয়ে আছেন, তাঁদের অন্যতম হলেন ইমাম মুসলিম (রহ.)। খোরাসানের নিশাপুরে ২০৪ হিজরি মোতাবেক ৮২০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি। নিশাপুর বর্তমানে ইরানের অন্তর্ভুক্ত। ইমাম মুসলিম (রহ.) ছিলেন আরব বংশজাত। ইলমে হাদিসের এ মহান ইমামের নাম 'মুসলিম', উপনাম 'আবুল হুসাইন' আর উপাধি আসাকিরুদ্দীন। তাঁর...

আল ফারাবী

মুসলিম বিজ্ঞানী ও দার্শনিক আল ফারাবী'র আসল নাম আবুনাসের মোহাম্মদ ইবনে ফারাখ আলফারাবী তার জন্ম তারিখ কত তা সঠিকভাবে জানা যায় না। যতদূর জানা যায় ৭৮০ খ্রীঃ তুর্কিস্থানের অন্তর্গত “ফারাব” নামক শহরের নিকটবর্তী “আল ওয়াসিজ” নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ‘ফারাব’ নামক শহরের নামানুসারে আবুনাসের মোহাম্মদ পরবর্তীতে ‘আল ফারাবী’ নামে পরিচিত হন। আল ফারাবীর...

আল বিরুনী

আল বিরুনি ছিলেন মধ্যযুগের বিশ্বখ্যাত আরবীয় শিক্ষাবিদ ও গবেষক। তিনি সর্বপ্রথম প্রাচ্যের জ্ঞান-বিজ্ঞান, বিশেষ করে ভারতের জ্ঞান-বিজ্ঞানের প্রতি মুসলিম মনীষীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন। আল বিরুনী ৯৭৩ সালে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম হচ্ছে আবু রৈহান মুহম্মদ ইবন আহমদ আল বিরুনী। তবে তিনি আল বিরুনী নামে তিনি অধিক পরিচিত। তিনি আবু নাসের...

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: