২২ জানুয়ারী, কুষ্টিয়ার মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার আলিম পরীার্থী সংগঠনের সাথী মোজাহের আলীকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে আখ েেতর মধ্যে ফেলে যায়। তিনি কুষ্টিয়া জেলার মিরপুরের মিঠল গ্রামের সন্তান ছিলেন।
আসুন মাতি কোরআনের উল্লাসে।
|