১. তাইওয়ানের এক গোত্রে বিয়ে হয় লাথি মেরে। বিয়ে সম্পন্ন করার জন্য বরকে লাথি মারতে হয়। বর কনের হাঁটুর নিচে কায়দা মত লাথি দিয়ে বিয়ে সম্পন্ন করে।
২. আফ্রিকার ইথিওপিয়াতে বর বধূকে কাঁধে করে নির্দিষ্ট পাত্রের পানিতে ফেলে দেয়। এতে শব্দটা যত জোরে হয় বিয়েটাও তত পাকাপোক্ত হয়।