আযান

আযানের প্রচলন

হযরত বেলাল ইসলামের ইতিহাসে প্রথম আযান দেন। তার আযানের ধ্বনি শুনে মদীনাবাসী একত্র হয়ে মসজিদ-এ-নববীতে আসেন সালাত (নামায) আদায় করার জন্য। তিনিই প্রথম হেরাম শরীফ-এর উপরে উঠে মক্কাবাসীকে আযান শোনান।

আযানের কথা বা বাক্যসমূহ

 

আবৃত্তি আরবি প্রতিবর্ণীকরণ অনুবাদ বর্ণ
২ বার* الله اكبر আল্লাহু আকবার আল্লাহ সর্বশক্তিমান সুন্নী এবং শিয়া
২ বার اشهد ان لا اله الا الله আশহাদু-আল লা- ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া অন্য কোন মাবুদ নেই Sunni & Shia
২ বার اشهد ان محمد الرسول الله আশহাদু-আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ (স) আল্লাহর প্রেরিত দূত Sunni & Shia
২ বার اشهد ان عليا ولي الله Ash'hadu anna 'alīyā walī'ul-lāh I bear witness that Ali is the viceregent of Allah *** Shia
২ বার حي على الصلاة হাইয়া আলাস সালা নামাজের জন্য এসো Sunni & Shia
২ বার حي على الفلاح হাইয়া আলাল ফালা সাফল্যের জন্য এসো Sunni & Shia
২ বার الصلاة خير من النوم Aṣ-ṣalātu khayru min an-naūm ঘুম হতে নামাজ উত্তম** (Fajr prayer only) Sunni only
২ বার حي على خير العمل Hayya 'alā khayril-'amal Make haste towards the best deed Shia only
২ বার الله اكبر আল্লাহু আকবার আল্লাহ্ মহান Sunni & Shia
১ বার**** لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ্ ছাড়া অন্য কোন উপাস্য নেই Sunni & Shia

 ফযরের নামাজের আযান

ফযরের নামাজের আযানে একটু ব্যতিক্রম আছে। আর তা হলো এই যে আযানের শেষভাগে "হাইয়া আলাল ফালাহ" দুই বার বলার পরে "আসসালাতু খাইরুম মিনান নাউম" বাক্যটি দুই বার বলতে হবে। এর পর যথারীতি "আল্লাহু আকবার", "আল্লাহু আকবার", "লা ইলাহা ইল্লাল্লাহ" বলে আযার শেষ করতে হবে।

জুমার নামাজের আযান

জুমার নামাজের আযান দুইবার দিতে হয়। প্রথমত নামাযের ওয়াক্ত হলে ‌‌‌মুআযযিন প্রথমবার আযান দেবেন। আবার মূল খুৎবা শুরুর আগে, ইমাম তথা খতীব মিম্বরে আসীন হলে ঠিক তার মুখোমুখি দাঁড়িয়ে ‌‌‌মুআযযিন দ্বিতীয়বার আযান দিবেন, একে বলা হয় সা-নী আযান। খুৎবা শেষে নামাজ শুরুর প্রাক্কালে ‌‌‌মুআযযিন যথারীতি ইকামত বলবেন।

 আযানের দোয়া

 

মুয়াজ্জিন যখন আযানের এক-একটি বাক্য বলা শেষ করবেন তখন শ্রোতা তার উত্তরে একই বাক্য পাঠ করবেন। আযান মনোযোগ দিয়ে শুনতে হয়। এ সময় কোনো কাজ করা বা কথা বলাও নিষেধ। এমনকি এসময় কুরআন শরীফ পাঠ করা স্থগিত রাখতে হয়। আযান শেষে দোয়া করতে হয়। আযানের দোয়া হলো:

আল্লাহুম্মা রাব্বাহাযিহিদ দাওয়াতিত্তাম্মাহ ওয়া সালাতি ক্বায়িমা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা অয়াল ফাদিলা ওয়াদ্দারাজাতার রাফিয়াহ, ওয়াব আসহু মাক্কামাম্মাহমুদানিল্লাযি ওয়া আত্তাহ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ।

উইকিপিডিয়া

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: