ইসঃ দাওয়াত ও দায়ীর বৈশিষ্ট্য

*আল্লাহর রসুল (সঃ) এর সর্বশেষ নির্দেশ ছিল দাওয়াত দান।
*দাওয়াত দান করা ফরজে আইন।
*দাওয়াতের মূল বিষয় ঃ তাওহীদ
* মানুষের বিবেকের সামনে কুরআনের দাওয়াত দিতে হবে।
* Step by step দিতে হবে
তাওহীদ
*সালাত ক্রমধারা অবলম্বন
* যাকাত
* দাওয়াত বোধগম্য ভাষায়
* ব্যক্তিগত + সমষ্টিগত
* মানুষের মর্যাদায় আঘাত দিয়ে কথা বলা যাবে না।
* নরম ভাষায় কথা বলতে হবে।
* নুহ (আঃ) কে পাথর মেরে স্তুপের ভিতর ফেলে দিয়েছিল।
* যাকারিয়া (আঃ) দিনমজুর ছিলেন।
* তায়েফে রাসুল (সঃ) নবুওয়াতের সবচাইতে কঠিনতম সময় অতিক্রম করেছেন শুধু দাওয়াতের জন্য।
* ক্ষমা করার মানসিকতা সম্পন্ন।
* হৃদয়কে প্রশস্থ করতে হবে।
* সত্য বলার অদম্য সাহসিকতা সম্পন্ন হতে হবে।
* ফায়ার ব্রিগেডের গাড়ির অপপরফবহঃ এ কোন সমস্যা নেই।
* নির্লোভ হতে হবে
* _শুআরা [ইয়াসিন] দু’খান
* সবর
* ফাছবির আলা মা সাবির
* ইউনুস (আঃ) সারাদিন অপেক্ষা করে দাওয়াতী কাজ করে কোনো ফলাফল না পেয়ে চলে যাচ্ছিলেন-নদীতে মাঝামাঝি পর্যায়ে নৌকা আটকে গেল-কে স্থায়ী লটারি করা হল লটারিতে ইউনুস (আঃ) এর নাম উঠল, আবারও লটারি করা হল আবারও নাম উঠল, তারপর আবারও লটারি করা হল আবারও ইউনুস (আঃ) এর নাম উঠল। তিনি বললেন আমাকেই ফেলে দাও। তাকে নদীতে ফেলে দেয়া হল_ তিমি ইউনুস (আঃ) কে খেয়ে ফেলল-তিমির পেটে ইউনুস (আঃ) দোয়া করলেন, আমি নিজের উপর জুলুম করেছি। (রাবানা যালামনা আনফুসানা)
* আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম দুইবার মদীনার আমীর ছিলেন।
* কথার ভিতর যাদু থাকতে হবে।
* দা’য়ীর চরিত্র হবে চুম্বকের মত।
* যারিআত-৯
# রাসূল (সঃ)-এর ৬টি বৈশিষ্ট্য ইমাম মুসলিম
ড় বাগ্মীতা, (কথার যাদু)
ড় Personality (ব্যক্তিত্ব)
ড় গণীমাত হারাম
ড় সকল স্থানকে মসজিদ বানানো হয়েছে।
ড় সমগ্র সৃষ্টির জন্য নবী।
ড় খাতামুন নাবিয়্যিন।
Prayer Times For 6 Million Cities Worldwide
Country: