কুরআন
اِنَّ اللهَ اَشْتَري مِنَ الْمُؤْمِنِيْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَلَهُمْ بِاَنَّ لَهُمُ الْجَنَّةَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللهِ فَيْقْتُلُوْنَ وَيُقْتِلُوْنَ ـ (توبة : 111)
উচ্চারণ: : ইন্নাল্লাহাশতারা মিনালমুমি’নীনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাতা ইউকাতিলূনা ফী সাবীলিল্লাহি ফাইয়াকতুলূনা ওয়া উকতালূন।
(১) প্রকৃত কথা এই যে, মহান আল্লাহ তাআলা মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে খরীদ করে দিয়েছেন, এখন তাদের কাজ হবে, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, সে সংগ্রামে তারা যেমন মারবে, তেমন মরবেও। (সূরা তওবা : ১১১)
وَقَاتِلُوْهُمْ حَتَّي لاَتَكُمْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِيْنُ كُلُّه’ لِلهِ ـ فِانِ اِنْتَهُوْا فِانَّ اللهَ بِمَا يَعْلَمُوْنَ بَصِيْرٌ ـ (انفال :39)
উচ্চারণ: : ওয়া কাতিলূহুম হাত্তা লা ইয়াকূনা ফিতনাতুনও ওয়া ইয়াকূনাদ দীনু লিল্লাহি, ফাইনিনতাহাও ফাইন্নাল্লাহা বিমা ইয়া’লামূনা বাছীর।
(২) হে ঈমানদার লোকেরা কাফেরদের সাথে লড়াই কর, যেন শেষ পর্যন্ত ফেতনা খতম হয়ে যায় এবং দ্বীন পুরোপুরিভাবে আল্লাহরই জন্য হয়ে যায়। পরে তারা যদি কোন ফেতনা হতে বিরত থাকে তবে তাদের আমল আল্লাহ দেখবেন। (সূরা আনফাল: ৩৯)
اِنْفِرُوْا خِفَافًا وَّثِقَالاً وَّجَاهِدُوْا بِاَمْوَا الِكُمْ وَاَنْفُسِكُمْ فِىْ سَبِيْلِ اللهِ ذلِكُمْ خَيْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ـ (توبة: 41)
উচ্চারণ: : ইনফিরূ খিফাফাও ছিকালাও ওয়া জাহিদূ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফী সাবীলিল্লাহি, যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তা’লামূন।
(৩) তোমরা বের হয়ে পড় হালকা কিংবা ভারী সরঞ্জামের সাথে, আর জিহাদ কর আল্লাহর পথে নিজেদের মাল-সামান ও নিজেরর জান-প্রাণ দিয়ে। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝ। (সূরা তওবা : ৪১
আরো দেখুন: সুরা বাকারা : ২১৮, ১৯৩, সূরা ছফ : ১১, সূরা আলে ইমরান : ১৪২।
হাদীস
عَنْ اِبِىْ هُرَيْرَةَ (رض) قَالَ قَالَ رَسُوْلُ اللهِ (صلعم) مَنْ مَاتَ وَلَمْ يَغْزُوْا وَلَمْ يَحْدُثْ بِه نَفْسِه’ مَاتَ عَلى شُعْبَةٍ مِّنَ النِّفَاقِ ـ (مسلم)
(১) হযরত আবু হুরায়রা (রা) হতে বর্নিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, যে বেক্তি মৃত্যুবরণ করল অথচ না সে জিহাদ করেছে, আর না তার মনে জিহাদের জন্য কোন চিন্তা, সংকল্প ও ইচ্ছার উদ্রেক হয়েছে, তবে সে ব্যক্তি মুনাফিকদের ন্যায় মৃত্যুবরণ করল। (মুসলিম)
عَنْ اَبِيْ ذَرَ (رض) قَالَ قُلْتُ يَا رَسُوْلُ (صلعم) اَيُّ الْعَمَلَ اَفْضَلُ قَالَ اَلاْيْمَانُ بِاللهِ وَالْجِهَاد ُ فِىْ سَبِيْلِه ـ (بخاري ـ مسلم)
(২) হযরত আবু যর (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম হে রাসূল (সা) কোন কাজ উত্তম ও উৎকৃষ্ট তা আমাকে বলে দিন। উত্তরে রাসূল (রা) বললেন, আল্লাহর প্রতি ঈমান এবং তার পথে জিহাদ করা। (বুখারী, মুসলিম)
عَنْ اَنَسٍ (رض) اَنَ النَّبِيّ (صلعم) قَالَ جَاهِدُوْا الْمُشْرِكِيْنَ بِاَمْوَالِكُمْ وَاَنْفُسَكُمْ وَاَلْسِنَتِكُمْ ـ (ابوداود)
(৩) হযরত আনাস (রা) হতে বর্নিত, নবী করীম (সা) বলেছেন, তোমরা তোমাদের জান, মাল ও মুখ দিয়ে মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো। (আবু দাউদ)
عَنْ اَنَسِ بْنِ مَالِكِ (رض) عَنٍ النَّبِىِّ (صلعم) قَالَ لَغَدَوْةَ فِىْ سَبِيْلِ اللهِ اَوْرَوْحَةُ خِيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيْهَا ـ (بخاري)
(৪) হযরত আনাস ইবনে মালেক (রা) হতে বর্ণিত রাসূল (সা) বলেছেন, আল্লাহর পথে একটা সকাল ও একটা বিকেল ব্যয় করা দুনিয়া ও এর এর সমস্ত সম্পদ থেকে উত্তম। (বুখারী)