কোন কোন নারীকে বিবাহ করা হারামঃ

আল্লাহ তা’য়ালা বলেনঃوَلَا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُمْ مِنَ النِّسَاءِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۚ إِنَّهُ كَانَ فَاحِشَةً وَمَقْتًا وَسَاءَ سَبِيلًا حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ الْأَخِ وَبَنَاتُ الْأُخْتِ وَأُمَّهَاتُكُمُ اللَّاتِي أَرْضَعْنَكُمْ وَأَخَوَاتُكُمْ مِنَ الرَّضَاعَةِ وَأُمَّهَاتُ نِسَائِكُمْ وَرَبَائِبُكُمُ اللَّاتِي فِي حُجُورِكُمْ مِنْ نِسَائِكُمُ اللَّاتِي دَخَلْتُمْ بِهِنَّ فَإِنْ لَمْ تَكُونُوا دَخَلْتُمْ بِهِنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ وَحَلَائِلُ أَبْنَائِكُمُ الَّذِينَ مِنْ أَصْلَابِكُمْ وَأَنْ تَجْمَعُوا بَيْنَ الْأُخْتَيْنِ إِلَّا مَا قَدْ سَلَفَ ۗ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَحِيمًا
অর্থঃ ((যে নারীকে তোমাদের পিতা-পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না, কিন্তুযা বিগত হয়ে গেছে। এটা অশ্লীল, গযবের কাজ এবং নিকৃষ্ট আচরণ।
তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভ্র্যাতৃকন্যা, ভগিনীকন্যা, তোমাদের সে মাতা, যারা তোমাদেরকে স্তন্যপান করিয়েছে, তোমাদের দুধ-বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন-পালনে আছে। যদি তাদের সাথে সহবাস না করে থাক, তবে এ বিবাহে তোমাদের কোন গোনাহ নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা, কিন্তু যা অতীত হয়ে গেছে। নিশ্চয় আল্লাহ্* ক্ষমাকারী, দয়ালু))। (সূরা নিসাঃ ২২-২৩)


 

যে নারীদের বিবাহ করা হারাম তারা মোট ১৪ প্রকার। মূলত তারা দুই সম্পর্কের দিক থেকে হয়ে থাকে। এ মর্মে ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ রক্তের সম্পর্কের কারণে বিবাহ হারাম সাত প্রকার নারী এবং বৈবাহিক সম্পর্কের কারণে বিবাহ হারাম সাত প্রকার নারী।
যে সকলনারী রক্তের সম্পর্কের কারণে বিবাহ হারামঃ
(১) তোমাদের মাতা
(২) তোমাদের কন্যা
(৩) তোমাদের বোন
(৪) তোমাদের ফুফু
(৫) তোমাদের খালা
(৬) ভ্র্যাতৃকন্যা,
(৭) ভগিনীকন্যা


 

যে সকলনারী বৈবাহিক সম্পর্কের কারণে বিবাহ হারামঃ
(১)তোমাদের সে মাতা যারা তোমাদেরকে স-ন্যপান করিয়েছে
(২)তোমাদের দুধ-বোন
(৩)তোমাদের স্ত্রীদের মাতা
(৪)তোমরা যাদের সাথে সহবাস করেছ সে স্ত্রীদের কন্যা- যারা তোমাদের লালন-পালনে আছে।
(৫)তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী
(৬)দুই বোনকে একত্রে বিবাহ করা,

(৭)যে নারীকে তোমাদের পিতা-পিতামহ বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না।
Prayer Times For 6 Million Cities Worldwide
Country: