হায় আমি নামাজ রোজা কিছুই করি না
আল্লাহ নবীর পথে আমি চলি না
তবে কি জাহান্নাম আমার ঠিকানা?
জান্নাতের সুঘ্রান কি আমি পাবনা?
মিথ্যা কথা বলি
মিথ্যা পথে চলি
মিথ্যাকে লালিপালি
মিথ্যার তরে করি দলাদলি
সত্য পথের সন্ধান কভু করলাম না।
তবে কি জাহান্নাম আমার ঠিকানা?
তাগুতের সাথে উঠা বসা
তাগুতের সাথে ভালোবাসা
তাগুত নিয়ে সপ্ন আশা
তাগুতের সাথে বাঁধি বাসা
তাওহীদের পথ আজও ধরলাম না।
তবে কি জাহান্নাম আমার ঠিকানা ?
কথা
জিশান আহমেদ