দাওয়াত

কুরআন

يايها المدثر ـ قم فانذر ـ وربك فكبر ـ (مدثر : 1-3)
উচ্চারণ: : ইয়া আইয়ুহাল মুদ্দাচ্ছির, কুম ফাআনযির, ওয়া রাব্বাকা ফাকাব্বির।
(১) হে আবৃত শয্যাগ্রহণকারী। উছ সাবধান কর, আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা কর। (সূরা মুদ্দাসির : ১-৩)

وَمَنْ اَحْسَنُ قَوْلاَ مِّمَّنْ دَعَآ اِلى اللهِ وَعَمِلَ صَلِحًاوَقَلَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ ـ (السجدة : 32)
উচ্চারণ: : ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ’ ইলাল্লাহি ওয়া আ’মিলা ছালিহাও ওয়া কালা ইন্নানী মিনাল মুসলিমীন।
(২) তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পার? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নেক আমল করে এবং ঘোষণা করে আমি মুসলমানের অন্তর্ভূক্ত। (সূরা হা-মীম আস-সাজদা: ৩৩)

كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهُوْنَ عَنِِ الْمُنْكَرِ ـ (ال عمران : 110)
উচ্চারণ: : কুনতুম খাইরা উম্মাতিন উখরিযাত লিন্নাসি তা’মুরূনা বিলমা’রুফি ওয়া তানহাওয়া আ’নিল মুনকার।
(৩) তোমাদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে। তোমাদের কাজ হল, তোমরা মানুষদের সৎ পথে আহ্বান করবে এবং অন্যায় ও পাপ কাজ থেকে বিরত রাখবে। (সূরা আলে-ইমরান : ১১০)
আরো দেখুন: সূরা আরাফ: ৫৯,৭৩,৮৫, সূরা বাকারা: ২০৮, সূরা মায়েদা: ৬৭, সূরা শুআরা: ১৫, সূরা ইব্রাহীম : ৫, সূরা ইউসুফ: ১০৮, সূরা ফাতির : ২৪)

হাদীস

عَنْ عِبْدِ اللهِ بْنُ عُمْرِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ (ص) بَلِّغُوْا عَنِيْ وَلَوْ اَيَةٌ ـ (بخاري)
(১) হযরত আবদুল্লাহ ইবনে আমর (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও তা অপরের কাছে পৌঁছে দাও। (বুখারী)

عَنْ اَنَسِ (رض) قَالَ قَالَ رَسُوْلُ اللهِ (صلعم) يَسِّرُوْا وَلاَتُعَسِّرُوْا بَشِرُوْا وَلاَتُنَفَّرُا وَلاَ تُنَفِّرُوْا ـ (بخاري ـ مسلم)
(২) হযরত আনাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, তোমরা (দ্বীনের দাওয়াত) সহজ করো, কঠিন করো না। সুসংবাদ দাও, বিতশ্রদ্ধ করো না। (বুখারী, মুসলিম)

قَالَ النَّبْىُّ (ص) فَلْيُبَلِّغُوْا الشًاهِدُ الْغَائِبُ ـ (بخاري)
(৩) মহানবী (সা) বলেছেন, আজকে যারা উপস্থিত তারা অনুপস্থিতদের কাছে (আমার বাণী) পৌঁছে দাও। (বুখারী)

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: