নামায

কুরআন

واقم الصلوة ـ ان الصلوة تنهى عن الفحشاء والمنكرـ (عنكبوت ـ 45)
উচ্চারণ: ওয়া আকিমিছ ছালাতা, ইন্নাছ ছালাতা তানহা আনিল ফাহশায়ী ওয়াল মুনকার।

(১) নামায কায়েম কর। নি:সন্দেহে নামায অশ্লীল ও খারাপ কাজ হতে বিরত রাখে। (সূরা আনকাবূত : ৪৫)
واقيمو الصلوة واتو الزكوة واركعوا مع الركعين ـ (بقرة : 43)

উচ্চারণ: ওয়া আকীমুছ ছালাতা ওয়া আতুয যাকাতা ওয়ারকায়ূ মাআ’র রাকিঈন।

(২) নামায কায়েম কর, যাকাত আদায় কর এবং রুকূকারীদের সাথে একত্রিত হয়ে রুকূ কর। (সূরা বাকারা: ৪৩)

واستعينوا بالصبر والصلوة ـ وانها لكبيرة الا على الخشعين ـ (بقرة : 45)
উচ্চারণ: ওয়াসতাঈনূ বিছবরি ওয়াছালাতি, ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আআলাল খশিঈন।

(৩) তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য চাও।নামায নি:সন্দেহে একটি কঠিন কাজ, কিন্তু সেই অনুগত বান্দাদের পক্ষে তা মোটেই কঠিন নয়। (সূরা বাকারা : ৪৫)
আরো দেখুন: সূরা মাউন : ৪-৫, সূরা বাকারা: ১১০, ২৩৮ সূরা তাওবা : ৫, ১১, ৭৭ সূরা মায়েদা: ১২, ৫৫, সূরা হজ্জ: ৪১, সূরা মরিয়ম: ৩১, ৫৫, সূরা আম্বিয়া: ৭৩)

হাদীস
عن ابى هريرة (رض) قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة اثقال على المنافقين من الفجر والعسشاء ولو يعلمون ما فيهما لاتوهما ولو حبوا ـ (بخاري ـ مسلم)

(১) হযরত আবু হুরায়রা (রা) বর্ণিত, তিনি বলেন: রাসূল (সা) বলেছেন, মোনাফিকদের পক্ষে ফজর ও এশা অপেক্ষা কোন ভারী সালাত নেই। যদি তারা জানতো তারে মধ্যে কি আছে তাহলে তার জন্য হামাগুড়ি দিয়েও আসতো। (বুখারী, মুসলিম)

عن ابى عمر قال قال رسول الله (ص) الوقت الاول من الصلوة رضوان الله والوقت الاخر عفو الله ـ (ترمذي)

(২) হযরত ইবনে উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, সালাতের প্রথম সময় (অর্থ্যাৎ প্রথম ওয়াক্তে আদায়) হচ্ছে আল্লাহর সন্তোষ এবং শেষ সময় (সালাত আদায়) হচ্ছে আল্লাহর ক্ষমা (অর্থ্যাৎ এতে সন্তুষ্টি পাওয়া যায় না, গুনাহ থেকে বাঁচা যায় মাত্র। (তিরমিযী)

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: