পর্দা

কুরআন

قُلْ لِّلْمُؤْمِنِيْنَ يَغُضُّوَا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفِظُوْا فُرُوْجُهُمْ ذَلِكَ اَزْكى لَهُمْ ـ اِنَّ اللهَ خَبِيْرٌ بِمَايَصْنَعُوْنَ ـ (نور ـ 30)
উচ্চারণ: : কুল লিলমু’মিনীনা ইয়াগদূ মিন আবছারিহিম ওয়া ইয়াহফাযূ ফুরূজাহুম যালিকা আযকা লাহুম, ইন্নাল্লাহা খাবীরুন বিমা ইয়াছনাউ’ন।
(১) হে নবী! মুমিন পুরুষদের বল; তারা যেন নিজেদের চোখকে বাঁচিয়ে চলে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাযত করে। ইহা তাদের পক্ষে পবিত্রতম নীতি। তারা যা করে, আল্লাহ সে বিষয়ে পুরোপুরি অবহিত। (সূরা আন-নূর: ৩০)

وَالَّذِيْنَ هُمْ لِفُوْرُوْجِهِمْ حفِظُوْنَ ـ (المؤمنون ـ 5)
উচ্চারণ: : ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযূন।
(২) (মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে) তারা তাদের লজ্জাস্থানের হেফাযত করে। (সূরা মু’মিনুন: ৫)
وَقِرْنَ فِيْ بُيُوْتِكُنَّ وَلاَتَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةَ اْلاُوْلى ـ (الاحزاب : 33)
(৩) আর তোমরা নিজেদেরে ঘরে অবস্থান কর। পূর্বতন জাহেলী যুগের মত সেঁজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়িও না। (সূরা আহযাব: ৩৩)

يآيُّهَا الَّذِيْنَا امَنُوْا لاَتَدْخُلُوْا بُيُوْتًا غِيْرَ بُيوْتِكُمْ حَتَّى تَسْتَانِسُوْا وَتُسَلِّمُوْا عَلىِ اَهْلِهَا ـ ذَلِكُمْ خِيْرٌلَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ـ (النور : 27)
উচ্চারণ: : ইয়া আইয়ুহাল্লাযীনা আমানূ লা তাদখুল বুইয়ূতান গাইরা বুইতিকুম হাত্তা তাসতা’নিসূ ওয়া তুসাল্লিম আ’লা আহলিহা, যালিকুম খাইরুল লাকুম লাআ’ল্লাকুম তাযাক্কারুন।
(৪) হে ঈমানদার লোকেরা নিজেদের ঘর ব্যতীত অন্য ঘরে প্রবেশ কর না। যতক্ষণ পর্যন্ত ঘরের লোকদের নিকট হতে অনুমতি না পাও ও ঘরের লোকদের প্রতি সালাম না পাঠাও। এ নিয়ম তোমাদের জন্য কল্যাণকর। আশা করা যায় যে, তোমরা এর প্রতি অবশ্যই খেয়াল রাখবে। (সূরা আন-নূর: ২৭)

হাদীস

وَعَنْ جَرِيْنِ عِنْدِ اللهِ (رض) قَالَ سَالْتُ رَسُوْلَ اللهِ (صلعم) عَنْ نَظرِ الْفُجَاءَةَ فَاَمَرَنِيْ اِنْ اَصْرِفَ بَصَرَكَ ـ (مسلم)
(১) হযরত জারির ইবনে আবদুল্লাহ (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে এই মর্মে প্রশ্ন করেছিলাম যে, হঠাৎ যদি কোন মহিলার উপর দৃষ্টি নিপতিত হয়, তাহলে কি করতে হবে? হুযুর (সা) আমাকে নির্দেশ দিলেন যে, তুমি তোমার দৃষ্টিকে কালবিলম্ব না করে ফিরিয়ে নেবে। (মুসলিম)

وَعَنْ اِبْنِ مَسْعُوْدٍ (رض) عَنْ النَّبِيِّ (صلعم) قَالَ اَلْمَرْأَةُ عَوْرَةُ فَاِذَا خَرَجَتْ اِسْتَشْرَ فَهَا الشَّيْطَانُ ـ (ترمذى)
(২) ইবনে মাসউদ (রা) হতে বর্ণিত, নবী করীম (সা) বলেছেন, মহিলারা হল পর্দায় থাকার বস্তু। সুতরাং তারা যখন (পর্দা উপেক্ষা করে) বাইরে আসে, তখন শয়তান তাদেরকে (অন্য পুরুষের চোখে) সুসজ্জিত করে দেখায়। (তিরমিযী)

اِنَّ النَّظْرَ سَهَمٌ مِنْ سَهَمِ اِبْلِيْسَ مَسْمُوْمُ مَنْ تَرَكَهَا مَخَافَتِيْ اَبْدَلْتَهُ اِيْمَانًا يَجِدُ حَلاَوَتَهُ فِيْ قَلْبِه ـ (ترمذى)
(৩) দৃষ্টি তো ইবলীসের বিষাক্ত তীরগুলোর মধ্যে একটি। যে ব্যক্তি আমাকে ভয় করে এ দৃষ্টি ত্যাগ করবে, তার বিনিময়ে আমি তাকে এমন ঈমান দেব, যার স্বাদ সে অন্তরে অনুভব করতে পারবে। (তিরমিযী)

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: