বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও চলচ্চিত্র

  1. বাংলা সন কে কবে চালু করেন?

  2. ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

  3. ‘চটকা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

  4. ‘ভাটিয়ালী’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

  5. ঢাকা ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য গীতের নাম কি?

  6. ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির গীতিকার কে?

  7. ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির প্রথম সুরকার কে?

  8. ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো’ গানটির বর্তমান সুরকার কে?

  9. ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির গীতিকার কে?

  10. ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’ গানটির সুরকার ও শিল্পী কে?

  11. বাংলাদশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত?

  12. বাংলাদেশের প্রথম যাদুঘর কোনটি?

  13. ঢাকা যাদুঘর কখন প্রতিষ্ঠিত হয়?

  14. ঢাকা যাদুঘর কবে জাতীয় যাদুঘরে রূপান্তরিত হয়?

  15. বাংলাদেশের জাতিভিত্ত্বিক বা নৃ-তাত্ত্বিক যাদুঘর কোথায়?

  16. মুক্তিযুদ্ধ যাদুঘর কোথায় অবস্থিত?

  17. বিজ্ঞান যাদুঘরটি কোথায় অবস্থিত?

  18. মহাস্থানগড় যাদুঘর কোথায় অবস্থিত?

  19. জয়নুল আর্ট গ্যালারী কোথায় অবস্থিত?

  20. বাংলাদেশের একমাত্র প্রানী যাদুঘর কোথায় অবস্থিত?

  21. ‘দুর্ভিক্ষের উপর ম্যাডোনা ৪৩’ ছবিটি কে একেঁছেন?

  22. প্রখ্যাত ‘তিন কন্যা’ ছবিটি কে একেঁছেন?

  23. বাংলাদেশের আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন সঙ্গীতজ্ঞ কে ছিলেন?

  24. বাংলাদেশের আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী কে ছিলেন?

  25. বাংলাদেশের আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন পল্লিগীতি শিল্পী কে ছিলেন?

  26. বাংলাদেশের আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন যাদুকর কে?

  27. বাংলাদেশের বিখ্যাত ভাস্কর কে?

  28. বাংলাদেশের শ্রেষ্ঠ কাঠ খোদাই শিল্পী কে ?

  29. বাংলাদেশের শ্রেষ্ঠ কাটুনিস্ট কে ?

  30. বাংলাদেশের সুর সম্রাট কাকে বলে?

  31. বাংলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?

  32. পূর্বে বাংলা একাডেমীর নাম কি ছিল?

  33. বাংলাদেশ শিল্পকলা একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?

  34. শিশু একাডেমী কবে প্রতিষ্ঠিত হয়?

  35. বাংলাভাষার আদি নিদর্শন কি?

  36. বাংলাদেশের ‘বাউল সম্রাট’ কাকে বলা হয়?

  37. বাংলা মুদ্রাক্ষরের জনক কে?

  38. সর্বপ্রথম চলচ্চিত্র কে, কখন নির্মাণ করেন?

  39. উপমহাদেশের চলচ্চিত্রের জনক কে?

  40. বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে?

  41. হীরালাল সেনের নির্মিত চলচ্চিত্রটি প্রথম কবে কোথায় প্রদর্শিত হয়?

  42. উপমহাদেশের প্রথম ও বাংলায় সবাক চলচ্চিত্র কোনটি?

  43. উপহমাদেশের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি?

  44. বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি?

  45. মুখ ও মুখোশ চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?

  46. অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি?

  47. পথের পাঁচালী চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন?

  48. পথের পাঁচালী চলচ্চিত্রটির প্রথম প্রদর্শিত হয়?

  49. বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক কে?

  50. জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র কোনটি?

  51. জহির রায়হান পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রগুলো হ’ল?

  52. বাংলাদেশের প্রথম প্রামান্য চিত্রের নাম কি?

  53. ‘চিত্রা নদীর পাড়ে’ ও ‘লালসালু’ চলচ্চিত্রের নির্মাতা কে?

  54. ‘মুক্তির গান’, ‘অগ্রযাত্রা’ ও ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে?

  55. ‘চাকা’ ও ‘আগামী’ এর নির্মাতা কে?

  56. ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রটির নির্মাতা কে?

  57. ‘লিবারেশন ফাইটার্স’ চলচ্চিত্রটির পরিচালক কে?

  58. কোন প্রামান্য চিত্রটি ইন্টারন্যাশনাল এ্যামি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করে?

  59. বাংলা সিনেমার কোন অভিনেত্রী ‘ডক্টরেট’ ডিগ্রী লাভ করেছেন?

  60. বাংলা সিনেমার প্রথম অভিনেত্রী কে?

  61. বাংলা সিনেমার প্রথম মুসলিম অভিনেত্রী কে?

  62. বনানী চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র কোনটি?

  63. এফডিসি কবে প্রতিষ্ঠিত হয়?

  64. এফডিসিতে নির্মিত প্রথম ছবি কোনটি?

  65. এফডিসির প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি কোনটি?

  66. বাংলাদেশের চলচ্চিত্রের জনক কে?

———————————-

  1. উঃ সম্রাট আকবর, ১৫৫৬ ইং সনে।

  2. উঃ চাপাইনবাবগঞ্জ।

  3. উঃ রংপুর অঞ্চলের।

  4. উঃ ময়মনসিংহ।

  5. উঃ জারি।

  6. উঃ আবদুল গফ্‌ফার চৌধুরী।

  7. উঃ আবদুল লতিফ।

  8. উঃ আলতাফ মাহমুদ।

  9. উঃ গোবিন্দ্র হাওলাদার।

  10. উঃ আপেল মাহমুদ।

  11. উঃ সোনারগাঁয়ে।

  12. উঃ বরেন্দ্র যাদুঘর, রাজশাহী ১০ ডিসেম্বর, ১৯১০।

  13. উঃ ৭ আগষ্ট, ১৯১৩ সালে।

  14. উঃ ১৭ নভেম্বর, ১৯৮৩ সালে।

  15. উঃ চট্টগ্রামের আগ্রাবাদে।

  16. উঃ ঢাকার সেগুন বাগিচায়, ২২ মার্চ, ১৯৯৬।

  17. উঃ ঢাকার আগারগাঁয়ে।

  18. উঃ বগুড়ায়।

  19. উঃ ময়মনসিংহে।

  20. উঃ মীরপুর, ঢাকা।

  21. উঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।

  22. উঃ কামরুল হাসান।

  23. উঃ ওস্তাদ আয়াত আলী খান।

  24. উঃ বুলবুল চৌধুরী।

  25. উঃ আব্বাস উদ্দিন ও আব্দুল আলীম।

  26. উঃ জুয়েল আইচ।

  27. উঃ শামীম সিকদার।

  28. উঃ অলক রায়।

  29. উঃ রফিকুন্নবী (রনবী)।

  30. উঃ ওস্তাদ আলাউদ্দিন খাঁ।

  31. উঃ ৩ ডিসেম্বর, ১৯৫৫।

  32. উঃ বর্ধমান হাউজ।

  33. উঃ ১৯৭৪।

  34. উঃ ১৯৭৭ সালে।

  35. উঃ চর্যাপদ।

  36. উঃ লালন ফকির।

  37. উঃ চার্লস উইলকিনস্‌।

  38. উঃ লুমিয়ার ব্রাদার (যুক্তরাষ্ট্র), ১৮৯৫ সালে।

  39. উঃ হীরালাল সেন।

  40. উঃ আবদুল জব্বার খান।

  41. উঃ ৪ এপ্রিল, ১৮৯৮ সালে কলিকাতার ক্লাসিক থিয়েটারে।

  42. উঃ জামাই ষষ্ঠী, ১৯৩১ সালে।

  43. উঃ আলী বাবা ও চল্লিশ চোর।

  44. উঃ মুখ ও মুখোশ, ৩ আগষ্ট, ১৯৫৬।

  45. উঃ আবদুল জব্বার খান।

  46. উঃ পথের পাঁচালী, ১৯৯১ সালে।

  47. উঃ সত্যজিৎ রায়।

  48. উঃ ১৯৫৫ সালে।

  49. উঃ জহির রায়হান।

  50. উঃ কখনো আসেনি।

  51. উঃ ‘কাঁচের দেয়াল’, ‘জীবন থেকে নেয়া’, ‘Stop Genocide’.

  52. উঃ ‘স্টপ জেনোসাইড’।

  53. উঃ তানভীর মোকাম্মেল।

  54. উঃ তারেক মাসুদ।

  55. উঃ মোরশেদুল ইসলাম।

  56. উঃ গৌতম ঘোষ।

  57. উঃ আলমগীর কবির।

  58. উঃ ‘আমরাও পারি’ (এটিএন বাংলা নির্মিত)।

  59. উঃ ববিতা।

  60. উঃ পূর্নিমা সেনগুপ্তা।

  61. উঃ বনানী চৌধুরী।

  62. উঃ বিশ বছর আগে।

  63. উঃ ১৯৫৮ সালে।

  64. উঃ আছিয়া।

  65. উঃ আকাশ ও মাটি।

  66. উঃ আবদুল জব্বার খান।

 

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: