বাঙালী জাতির অভ্যুদয় সম্পর্কিত

  1. বাঙ্গালী জাতির পরিচয় কি?

  2. বাংলা ভুমি খন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কি কি?

  3. রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভিক্ত ছিল?

  4. প্রাচীন জনপদ পুণ্ড্রের রাজধানীর ধ্বংশাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?

  5. দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয় ?

  6. সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল ?

  7. Bengal এবং Bangla কোন শব্দের রুপান্তর?

  8. কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?

  9. সমগ্র বাংলাদেশ ‘বঙ্গ’ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে?

  10. প্রাচীন কর্ণসুবর্ণ বলতে কোন অঞ্চলকে বুঝায়?

  11. আর্যগণ কবে বাংলাদেশে আগমন করে?

  12. আর্যগণ আগমনের পূর্বে এ দেশে কাদের বসবাস ছিল?

  13. চীনা পরিব্রাজক হিউ-এন-সাঙ কবে বাংলায় আগমন করেন ?

  14. বাংলার শাসন পদ্ধতি সুষ্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে ?

  15. কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে ?

  16. প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে কোথায়?

  17. প্রাচীন বাংলাদেশে কয়টি জনপদ বিভক্ত ছিল ?

  18. আর্যদের ধর্মগ্রন্থের নাম কি ?

  19. বৈদিক যুগের শিক্ষার ভাষা কি ছিল ?

  20. বাংলার আদি জনগোষ্ঠীর কোন ভাষা ছিল ?

  21. সিন্ধু সভ্যতা কোন যুগের?

  22. সিন্ধু সভ্যতা কখন আবিস্কার হয়?

  23. গৌতম বুদ্ধের জন্ম স্থান কোথায়?

উত্তর সমুহ।

  1. উঃ শংকর জাতি হিসেবে।

  2. উঃ গৌড় – (পুণ্ড্র, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম- (তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ- (বঙ্গাল, হরিকেল)

  3. উঃ ৩টি । যথাঃ পুণ্ড্র, গৌড়, বঙ্গ।

  4. উঃ বগুড়া জেলার মহাস্থানগড়ে।

  5. উঃ মুসলিম শাসনামলের প্রথম দিকে।

  6. উঃ সুবহ-ই-বাঙ্গালাহ নামে।

  7. উঃ ফারসী ‘বাঙ্গালহ্‌’ শব্দের।

  8. উঃ আইন-ই-আকবরী গ্রন্থে।

  9. উঃ পাঠান আমলে।

  10. উঃ আধুনিক মুর্শিদাবাদ জেলার রাঙামাটি গ্রামকে।

  11. উঃ ২০০০ খ্রিঃ পূর্বাব্দে।

  12. উঃ অনার্যদের

  13. উঃ সপ্তম দশকে।

  14. উঃ গুপ্ত যুগে।

  15. উঃ সম্রাট অশোকের আমলে।

  16. উঃ এশিয়া ও আফ্রিকা মহাদেশ।

  17. উঃ তিনটি জনপদে।

  18. উঃ বেদ।

  19. উঃ সংস্কৃত।

  20. উঃ অষ্ট্রিক।

  21. উঃ তাম্র যুগের।

  22. উঃ ১৯২২ সালে।

  23. উঃ লুম্বিনী (নেপাল)।

 

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: