কুরআন
اِقْرَأْ كِتَابَكَ كَفي بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيْبًا ـ
উচ্চারণ: : ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসীবা।
(১) আপন কর্মকর্তা কর্মের রেকর্ড পড়! আজ তোমার হিসাব দেয়ার জন্য তুমিই যথেষ্ট। (সূরা বণী ঈসরাইল : ১৪)
اِذْ يَتْلَقّي الْمُتَلَقِّيْنِ عَنْ الْيَمِيْنِ وَعَنْ الشِّمَالِ قِعِيْدُ ـ مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ اِلاَّ لَدَيْهِ رَقِيْبٌ عِتِيْدُ ـ
উচ্চারণ: : ইয ইয়াতালাক্কাল মুতালাক্কীয়ানি আনিল ইয়ামীনি ওয়া আনিশ শিমালি কাইদু, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
(২) দু’জন লেখক তাদের ডানে বামে বসে সব কিছু রেকর্ড করে চলেছে। তাদের (মানুষ) মুখ থেকে এমন কথাই বের হয় না যা রেকর্ড করার জন্য একজন সজাগ সচেতন প্রহরী উপস্থিত না থাকবে। (সূরা আল-কাফ্ব : ১৭-১৮)
হাদীস
قَالَ رَسُوْلُ اللهِ صَلى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرْجُلٍ وَهُوَ يَعِظُهُ : اِغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ شَبَابَكَ قَبْلَ هَرَمِكَ وَصِحَّتَكَ قِبْلَ سُقْمِكَ وَغِنَاكَ قَبْلَ فَقْرِكَ وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ ـ (مشكوة)
(১) জনৈক ব্যক্তিকে উপদেশ দিতে গিয়ে রাসূলুল্লাহ (সা) বললেন : পাঁচটি বিষয়ের আগে বিষয়ের প্রতি (সময় থাকতেই) গুরুত্ব প্রদান কর-
• বার্ধক্য আসার আগে যৌবনের
• রোগাক্রান্ত হওয়ার আগে স্বাস্থের,
• দারিদ্র আসার আগে সচ্ছলতার,
• ব্যস্ত হয়ে যাবার আগে অবসর সময়ের,
• মৃত্যু আসার আগে জীবনের। (মেশকাত)