শহীদ মো: মুস্তাফিজুর রহমান

শহীদ নং-১২
নাম: মো: মুস্তাফিজুর রহমান
সাংগঠনিক মান: সদস্য প্রার্থী
শহীদ হওয়ার তারিখ: ৬ ফেব্রুয়ারী ১৯৯৩
পিতার নাম: মো: আব্দুল জলিল
সর্বশেষ পড়াশুনা: এম.এস.এস. শেষ বর্ষ, অর্থনীতি বিভাগ।
জীবনের লক্ষ্য: অধ্যাপনা।
শহীদ হওয়ার স্থান: রাবি শহীদ হবিবুর রহমান হলের সামনে।
আঘাতের ধরন: গুলি, চাইনিজ কুড়াল, রামদা।
কাদের আঘাতে শহীদ: ছাত্রদলের নেতৃত্বে সর্বদলীয় ছাত্রঐক্য।
স্থায়ী ঠিকানা: গ্রাম: ছোট গোপালপুর, ডাক: তালবাড়ীয়া, থানা: যশোর, জেলা: যশোর।
ভাইবোন : ৬ জন।
ভাই-বোনদের মাঝে অবস্থান : ২য়।
পরিবারের মোট সদস্য: ৯ জন।
পিতা: জীবিত, পেশা: চাকুরী।
মাতা: জীবিত, পেশা: গৃহিণী।
শহীদ হওয়ার পূর্বে স্মরণীয় বাণী: শাহাদাতের ঠিক পূর্বে বলেছিলেন, “আমি মৃত্যুর আগ পর্যন- দায়িত্বশীলদের আনুগত্য করেছি। সভাপতি ও কর্মীভাইদেরকে আমার সালাম পৌঁছাবেন।

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: