যাকাত

কুরআন

وانفقوا من طيبات ماكسبنم ومما اخرجنا لكم من الارض ـ (ال عمران)
উচ্চারণ: : ওয়া আনফিকূ মিন তায়্যিবাতি মা কাসাবাতুম ওয়া মিম্মা আখরাজানা লাকুম মিনাল আরদ।
(১) ব্যয় করো তোমরা তোমাদের উপর্জিত হালাল সম্পদের কিছু অংশ এবং আমি যা তোমাদের জন্যে যমিন থেকে বের করেছি তার অংশ (অর্থ্যাৎ ওশর দাও) সূরা আলে ইমরান)

وما اتيتم من زكوة تريدون وجه الله فأولئك هم المضعفون ـ (الروم ـ 39)
উচ্চারণ: : ওয়া মা আতাইতুম মিন যাকাতিন তুরীদূনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মূদঈফূন।
(২) আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা যাকাত দাও, যাকাত দানকারী প্রকৃতপক্ষে তার মাল বর্ধিত করে। (সূরা আর-রূম : ৩৯)

واقيموا الصلوة واتو الزكوة وما تقدموا لانفسكم من خير تجدوه عند الله ان الله بما تعملون بصير ـ (بقرة : 110)
উচ্চারণ: : ওয়া আকীমুছ ছালাতা ওয়া আতুয যাকাত, ওয়া মা তুকাদ্দিমূ লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদূহ ইনদাল্লাহ, ইন্নাল্লাহা বিমা তামালূনা বাছির।
(৩) তোমরা সালাত কায়েম কারো এবং যাকাত দাও তোমরা নিজের জন্যে যা ভালো কাজ আগে-ভাগে করতে তা তোমারা আল্লাহর কাছে পাবে। তোমরা যা কিছু করো, নিশ্চয় আল্লাহ তা দেখেন। (সূরা আল বাকারা: ২৪,২৫)
আরো দেখুন: সূরা বাকারা: ৮৩,১১৭,২৭৩, সূরা তওবা : ৬০,১০৩, সূরা বায়িন্যাহু: ৫, সূরা মায়ারিজ : ২৪,২৫।

হাদীস
عن رافع بن خديج قال قال رسول الله (صلعم) العامل على الصدقة بالحق كالحق كالغازي فى سبيل الله حتى يرجع فى بيتة ـ (ابوداواد ـ ترمذي)
(১) হযরত রাফে ইবনে খাদিজ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, সঠিকভাবে যাকাত আদায়কারী কর্মচারীর মর্যাদা আল্লাহর পথে জিহাদকারী ব্যক্তির সমতূল্য। এমনকি সে বাড়ীতে ফিরে না আসা পর্যন্ত উক্ত মর্যাদায় ভূষিত থাকে। (আবূ দাউদ, তিরমিযী)

عن عائشة قالت سمعت رسول الله (صلعم) يقول ما خالطت الزكاة مالا قط الا اهلكته ـ (الشافعي ـ والبخاري)
(২) হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি, যে মালে যাকাত মিশাবে নিশ্চয় তাকে ধ্বংস করে দেয়া হবে। (শাফেয়ী-বুখারী)

عن ابن عمر قال قال رسول الله (صلعم) من استفاد مالا فلا زكاة فيه حتى يحول عليه الحول ـ (ترمذي)
(৩) হযরত আবদুল্লাহ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, যে ব্যক্তি কোনো সম্পদের মালিক হয়েছে, যে পর্যন্ত না উক্ত সম্পদ তার কাছে এক বছর থাকে সে পর্যন্ত তাকে তার যাকাত দিতে হবে না। (তিরমিযী)

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: