২৫ ডিসেম্বর, আব্দুল মুনিম বেলাল শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল ও ভবনের বিতর্কিত নামকরণের প্রতিবাদী আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলায় জিন্দাবাজারে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। শহীদ আব্দুল মুনিম বেলাল পাঠানটোলা জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার আলিম ফলপ্রার্থী ছিলেন। তাঁর বাড়ি সিলেট সদরের মেদিনী মহলের পাইকার গাঁওয়ে।