৭ ডিসেম্বর, দিবাগত রাত ১১টার দিকে সিলেট শাহজালাল উপশহর থেকে সাংগঠনিক কাজ শেষে বাড়ি ফেরার পথে নিজ বাড়ির নিকটে ছাত্রদলের খুনী সন্ত্রাসীরা আটক করে ছুরিকাঘাত ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে শাহজালাল ব্রীজের গোড়ায় ফেলে রেখে যায় আব্দুল করিমকে। তিনি এম.সি কলেজের দর্শন ২য় বর্ষ অনার্সের ছাত্র ও শিবিরের সদস্য ছিলেন। সিলেট জেলার কানাইঘাট থানার গরাইগ্রামে তিনি জন্মগ্রহণ করেন।