শহীদ আব্দুল হামিদ

নাম: মো: আব্দুল হামিদ
সাংগঠনিক মান: কর্মী
শহীদ হওয়ার তারিখ: ১১ মার্চ ১৯৮২
পিতার নাম: মো: নাসির উদ্দিন
সর্বশেষ পড়াশুনা: আরবীতে অনার্স
জীবনের লক্ষ্য: অধ্যাপনা।
শহীদ হওয়ার স্থান: বি.এন.সি.সি. ক্যান্টিনের সামনে।
অস্ত্রের ধরণ: ইট, রড, হকিস্টিক, দা, কুড়াল।
কাদের আঘাতে শহীদ: জাসদ ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন।
স্থায়ী ঠিকানা: গ্রাম: সৈয়দপুর, ডাক: দানার হাট, থানা: ঠাকুর গাঁ, জেলা: ঠাকুর গাঁ।
ভাইবোন : ৭ জন।
ভাই-বোনদের মাঝে অবস্থান: সবার বড়।
পরিবারের মোট সদস্য: ১৫ জন (বর্তমানে) শাহাদতের সময় ১০ জন।
পিতা: মৃত
মাতা: জীবিত, পেশা: গৃহিণী।
শাহাদতের পূর্বে শহীদের কথা: গুণ্ডাবাহিনী যখন তাকে উপুর্যুপরি আঘাত করছিল আর বলেছিল, বল শালা আর শিবির করবি কিনা, শিবির না করলে তোকে ছেড়ে দেব। খুনীদের কথা শুনে শহীদ আব্দুল হামিদ বলেছিলেন, আমি যে সত্য পেয়েছি, আমি যে আলো পেয়েছি, ইসলামের পথ পেয়েছি, তা থেকে আমি দূরে থাকতে পারবো না।
 

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: