২৮ অক্টোবর, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে শিবিরের মিছিলে আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলায় মারাত্মকভাবে আহত হন। পরদিন ২৯ অক্টোবর হাসপাতালে ৮.৩০ মি. আল্লাহর সান্নিধ্যে চলে যান। আব্দুল্লাহ আল ফয়সাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষ, বিএ (অনার্স) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র ছিলেন। আব্দুল্লাহ আল-ফয়সাল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সাথী এবং জগন্নাথে অধ্যয়নরত বিভাগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।