১১ মার্চ ২০১০ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আসার পথে তিনি ছাত্রলীগের হামলার শিকার হন। বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রাম শহরমুখী ট্রেনে করে ষোল শহর রেল স্টেশনে নেমে অল্প একটু হেঁটে আসা মাত্রই আগে থেকেই ওঁৎ পেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা তার উপর ঝাপিয়ে পড়ে রামদা ও কিরিচ নিয়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত আবস্থায় ফেলে চলে যায় । পরে পুলিশ এসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের মেধাবী ছাত্র শিবির কর্মী শহীদ মহিউদ্দিন মাসুম কক্সবাজার জেলার চকরিয়া থানার নয়াপাড়া রাজার বিল গ্রামে জন্মগ্রহণ করেন।