১২ অক্টোবর, আওয়ামী-বাকশালী চক্রের প্রত্য ইন্ধনে চরমপন্থী সর্বহারাদের সশস্ত্র হামলায় শহীদ হন শিবিরের সাথী প্রার্থী মুস্তাফিজুর রহমান মোস্তাক। তাঁর বাড়ি পাবনা জেলার সাঁথিয়া থানার রাঙ্গামাটি গ্রামে। তিনি পাবনা ইসলামিয়া মাদরাসার আলিম ১ম বর্ষের মেধাবী ছাত্র ছিলেন।