১৫ ডিসেম্বর, কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসের শান্তিপূর্ণ পরিবেশে ছাত্রদলের নরপিচাশরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে শিবির কর্মীদের উপর হামলা চালায়। এরই ধারাবাহিকতায় পরদিন ১৬ ডিসেম্বর কৃষি বিশ্ববিদ্যালয়ের করিম ভবন এলাকায় গুলি করে এবং ইট দিয়ে মাথা থেতলিয়ে শহীদ করে পিতা-মাতার এ প্রিয় সন্তানদের। শিবিরের সদস্য মুহাম্মদ আলাউদ্দিনের বাড়ি ফেনী জেলার ফুলগাজী থানার পশ্চিম ঘনিয়ামোড়ায়। তিনি কৃষি বিশ্ববিদ্যালয় Animal Husbsandry Faculty-র (Final Year) ছাত্র ছিলেন।