২৬ মার্চ, সন্ধ্যা ৭টায় চট্টগ্রামের মিরশ্বরাই বাজারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন আওয়ামী ছাত্রলীগের অতর্কিত হামলায় শাহাদাত বরণ করেন শহীদ রবিউল হোসাইন। তিনি মিঠাছড়া আলিয়া মাদ্রাসার আলিমের ছাত্র ও সংগঠনের সাথী ছিলেন। মিরশ্বরাই-এর পূর্বমায়ানীতে তাঁর বাড়ি।