২০ জানুয়ারি, চট্টগ্রামের জহুর মার্কেটে কেনাকাটা করতে গেলে ওঁৎ পেতে থাকা সশস্ত্র ছাত্রলীগ সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর ২১ জানুয়ারি বস্তাবন্দি অবস্থায় হাটহাজারীর ইছাপুর ব্রীজের নিকট শহীদের লাশ পাওয়া যায়। তিনি হাজী মুহাম্মদ মহসীন কলেজের ছাত্র এবং সংগঠনের কর্মী ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় তাঁর বাড়ি।