সংগঠন

কুরআন

وَعَتَصِمُوْا بِحَبْلِ اللهِ جَمِيْعًا وَّلاَتَفَرَّقُوْا ـ (العمران : 103)
উচ্চারণ: : ওয়া’তাছিমূ বিহাবলিল্লাহি জামিআ’ও ওয়ালা তাফারাকূ।
(১) তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ কর এবং পরষ্পর বিচ্ছিন্ন হয়ো না। (সূরা আলে ইমরান: ১০৩)

يآيُّهَا الَّذِيْنَ امَنُوْا اَطِيْعُوْا اللهَ وَاَطِيْعُوْا الرَّسُوْلَ وَاُوْلِىْ الاَمْرِ مِنْكُمْ ـ (نساء : 59)
উচ্চারণ: : ইয়াআউয়ুহাল্লাযীনা আমানূ আতিউ’ল্লাহা ওয়া আতিউস রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম।
(২) হে মুমিনগণ! আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের (সা) আনুগত্য কর এবং তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য কর। (সূরা নিসা: ৫৯)

اِنَّ اللهَ يُحِبُّ الَّذِيْنَ يُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِه صَفًا كَانَّهُمْ بُنْيَانٌ مَّرْصًُوْصِ ـ (الصف : 4)
উচ্চারণ: : ইন্নাল্লাহা উহিব্বুল্লাযীনা ইউকাতিলূনা ফী সাবীলিহী ছাফফান কাআন্নাহুম বুনইয়ানুম মারছুছ।
(৩) যারা আল্লাহর পথে সংগ্রাম করে সারিবদ্ধভাবে সুদৃঢ় প্রাচীরের মত আল্লাহ তাদেরকে ভালবাসেন। (সূরা আস সাফ: ৪)
আরো দেখুন: সূরা ইমরান: ১০৪, ১১০, সূরা মায়েদাহ :২, সূরা বাকারা : ১৪৩, সূরা আসসাফ: ১৪।

হাদীস
1. عَنِ الْحَارِثِ الاْشْعَرْيْ (رض) قَالَ قَالَ رَسُوْلُ اللهِ (صلعم) اَنَا لَمُرْكُمْ بِخَمْشْ اَللهُ اَمَرَنِىْ بِهِنَّ بِالْجَمَاعَةِ وَالْسَّمْعِ وَالطَّاعَةِ وَالْهِجْرَةِ وَالْجِهَادِ فِىْ سَبَيْلِ اللهِ وَاِنَّهُ مَنْ خَرَجَ مِنَ الْجَمَاعَةِ قِيْدَ خَلَعَ رِبْقَةَ الاْسلاَمِ مِنْ عُنُقِه اِلاَّ اِنْ يُّرْاجَعَ وَمَنْ دَعَا بِدَعُوْي الْجَاهِلِيَّةِ فَهُوَ مِنْ جُئي جَهَنَّمَ وَاِنْ صَامَ وَصَلَّى وَزَعَمَ مُسْلِمٌ ـ
(১) হারেস আল-আশআরী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, আমি তোমাদেরকে পাঁচটি কাজের নির্দেশ দিচ্ছি, আল্লাহ আমাকে এগুলোর নির্দেশ দিয়েছেন। ১। জামায়াত বা দলবদ্ধ হবে। ২। নেতার আদেশ মন দিয়ে শুনবে। ৩। তার আদেশ মেনে চলবে। ৪। হিজরত করবে অথবা আল্লাহর অপছন্দনীয় কাজ বর্জন করবে এবং ৫। আল্লাহর পথে জেহাদ করবে। যে ব্যক্তি জামায়াত বা সংগঠন ত্যাগ করে এক বিঘত পরিমাণ দূরে সরে গেলো, সে যেন নিজের কাঁধ থেকে ইসলামের রশি বা বাঁধন খুলে ফেলবো, যতক্ষণ না সে সংগঠনে ফিরে আসবে। আর যে ব্যক্তি জাহেলিয়াতের নিয়ম-নীতির দিকে লোকদেরকে আহ্বান জানাবে সে জাহান্নামের জ্বালানী হবে, যদিও সে রোযা রাখে, নামায পড়ে এবং নিজেকে মুসলমান বলে দাবি করে। (আহমাদ, তিরমিযী)

وَعَنْ اَنَسِ (رض) قَالَ قَالَ رَسُوْلُ اللهِ (صلعم) مَنْ فَرْقُ الْجَمَاعَةِ شِبَرًا فَقَدْ خَلَعَ رِبْقَةَ الاَسْلاَمِ مِنْ عُنُقِه ـ (احمد ـ ابوداود)
(২) হযরত আনাস (রা) বর্ণিত, রাসূল (সা) বলেছেন, যে ব্যক্তি জামায়াত ত্যাগ করে এক বিঘত পরিমাণ দূরে সরে গেল, সে যেন ইসলামের রুজ্জু হতে তার গর্দানকে আলাদা করে নিল। (আহমদ ও আবু দাউদ)

عَنْ اِبِىْ سَعِيْدِنِ الْخُدْرِيْ (رض) اَنَّ رَسُوْلَ اللهِ (صلعم) قَالَ اِذَا كَانَ ثَلثَةً فِيْ سَفَرٍ فَلْيُؤُمِّرُوْا اَحَدَهُمْ ـ (ابوداود)
(৩) হযরত আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সা) বলেছেন, সফরে এক সঙ্গে তিনজন থাকলে তাদের মধ্যে একজনকে তারা যেন অবশ্যই আমীর বানিয়ে নেয়। (আবু দাউদ)

عَنْ اِبْىْ هُرَيْرَةَ (رض) قَالَ سَمِعْتُ رسُوْلَ اللهِ (ص) يُقُوْلُ مَنْ خَرَجَ مِنْ الْطَّاعَةِ وَفَارَقَ الْجَمَاعَةَ فَمَاتَ مَاتَ مَيْتَهُ جَاهِلِيًةُ ـ (مسلم)
(৪) হযরত আবু হুরায়রা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সা) কে এ কথা বলতে শুনেছি যে ব্যক্তি আমীরের আনুগত্যকে অস্বীকার করত: জামায়াত পরিত্যাগ করল এবং সেই অবস্থায়-ই মারা গেল, সে জাহেলিয়াতী মৃত্যুবরণ করল।

عَنْ عُمَرَ بْنْ الْخَطًابِ (رض) قَالَ لاَ اِسْلاََمَ اِلاَّ بِجَمَاعَةِ وَلاَ جَمَاعَةَ اِلاَّ بِامَارَةَ اِلاَّ بِطَاعَةُ ـ
(৫) হযরত ওমর ইবনে খাত্তাব (রা) এর বানী- তিনি বলেন, জামায়াত ব্যতীত ইসলাম হয় না, নেতৃত্ব ব্যতীত জামায়াত হয় না এবং আনুগত্য ব্যতীত নেতৃত্ব হয় না।

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: