সর্বরোগের মহৌষধ!

নানা ধরনের সর্দি-কাশি, ফ্লু, হাম, জলাতঙ্ক, এমনকি এইচআইভি_এসব রোগ সারবে একটিমাত্র ওষুধে। আশ্চর্য হওয়ার মতো হলেও বিজ্ঞানীরা এমনটিই জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গবেষকরা জানিয়েছেন, তাঁরা এমন একটি ওষুধ উদ্ভাবন করেছেন, যা এ রোগগুলোর প্রতিটির ভাইরাসকে প্রতিহত করতে সক্ষম। তবে ওষুধটির জন্য আরো কয়েক বছর অপেক্ষায় থাকতে হবে।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক ড. মাইক রাইডার জানিয়েছেন, এসব রোগের ভাইরাসগুলো মানুষের দেহে ঢোকার পর কোষে আস্তানা গেড়ে বসে। পরে এগুলো সেখানে একের পর এক বংশ বিস্তার করতে থাকে। একসময় এসব রোগের প্রভাব শরীরে এতটাই বিস্তৃত হয়ে পড়ে যে রোগীর জীবন পর্যন্ত বিপন্ন হয়ে থাকে। তিনি জানিয়েছেন, সাধারণত মানবদেহের কোষের আরএনএ নামের উপাদানে উৎপন্ন হওয়া এক ধরনের প্রোটিন এসব রোগের ভাইরাসের
বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু রোগের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে এ প্রতিরোধব্যবস্থা দুর্বল ও অকার্যকর হয়ে পড়তে থাকে। এ সময় ওষুধের প্রয়োজন পড়ে।
গবেষকরা জানিয়েছেন, তাঁরা ডিআরএসিও_সংক্ষেপে ড্রাকো নামের একটি ওষুধ উদ্ভাবন করেছেন। ওষুধটি প্রথমে আক্রান্ত কোষের মধ্যে নিজের জায়গা করে নেবে। একসময় এটি আক্রান্ত কোষকে ভাইরাসসহ ধ্বংস করে দেবে। ওষুধটি বড়দের মধ্যে দেখা দেওয়া ঠাণ্ডাজনিত রোগের বিভিন্ন ধরনের মধ্যে প্রায় অর্ধেক ও শিশুদের ঠাণ্ডার সব ধরন এবং উলি্লখিত রোগগুলোর ভাইরাসের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম। গবেষণাগারে এরই মধ্যে এ ব্যাপারে সাফল্য পাওয়া গেছে। সব কিছু ঠিক থাকলে এক দশকের মধ্যেই ওষুধটি বাজারজাত করা সম্ভব হবে বলে গবেষকরা জানিয়েছেন।

Prayer Times For 6 Million Cities Worldwide
Country: